রাশিয়া-চীনের বাধায় ঐকমত্য ছাড়াই শেষ জি-২০ সম্মেলন

সম্মেলনের যৌথ বিবৃতিতে অধিকাংশ দেশই ইউক্রেইনে আগ্রাসনের নিন্দা জানালেও রাশিয়া ও চীন এর বিরোধিতা করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2023, 04:55 PM
Updated : 26 Feb 2023, 04:55 PM

ভারতের বেঙ্গালুরুতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর অর্থমন্ত্রীদের সম্মেলন কোনও ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে।  

সম্মেলনের শেষে সাধারণত যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। কিন্তু এবার তা হয়নি। কারণ, বিবৃতিতে অধিকাংশ দেশই ইউক্রেইনে আগ্রাসনের নিন্দা জানালেও রাশিয়া ও চীন এর বিরোধিতা করেছে।  

চীন ও রাশিয়া বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় জি-২০ এর পক্ষ থেকে সমাপণী যৌথ বিবৃতি দেওয়াও সম্ভব হয়নি। 

জি-২০ সম্মেলনের বিবৃতির যে অংশে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের কড়া নিন্দা জানানো হয়েছিল, সেই অংশটি চীন মেনে নিতে রাজি হয়নি।  

ওদিকে, মস্কো বলেছে, রাশিয়া-বিরোধী পশ্চিমা দেশগুলো জি-২০ সম্মেলনকে অস্থিতিশীল করেছে।  

ভারতের সভাপতিত্বে বেঙ্গালুরু শহরে শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তা অজয় শেঠ এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ও চীনের প্রতিনিধিরা ইউক্রেইন নিয়ে বক্তব্যে একমত হননি।

‘‘কারণ, তারা বলেছে, তারা আর্থিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা এবং ঐক্যমতে পৌঁছাতে এখানে এসেছে।

‘‘অন্যদিকে, বাকি ১৮টি দেশ মনে করে, যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে। তাই এর উল্লেখ করা প্রয়োজন।”

চীন এ সপ্তাহে ইউক্রেইন যুদ্ধ অবসানের একটি পরিকল্পনা প্রকাশ করে। যেটিকে কেউ কেউ রুশপন্থি পরিকল্পনা বলে বর্ণনা করেছেন।

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তারপর পেরিয়ে গেছে এক বছর। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দিন দিন এ যুদ্ধ অন্ধগলিতে আটকে পড়ার দশা হয়েছে।

যুদ্ধ শুরু পরপর এ বিষয়ে নিশ্চুপই ছিল চীন। কিন্তু গত কয়েক সপ্তাহে দেশটি যুদ্ধ ঘিরে নিজেদের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।

দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ই কয়েকদিন আগে মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সপ্তাহে তিনি ইউরোপ সফরে রয়েছেন।

ইউক্রেইন যুদ্ধ অবসানে চীন যে পরিকল্পনা প্রকাশ করেছে তাতে ১২টি পয়েন্ট রয়েছে।

ওই পরিকল্পনায় চীন শান্তি আলোচনা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সব পক্ষকে শ্রদ্ধাশীল হতে বলেছে বলে জানায় বিবিসি।

 তবে ওই পরিকল্পনায় কোথাও সুনির্দিষ্ট করে এটা বলা হয়নি যে, রাশিয়াক অবশ্যই ইউক্রেইন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিতে হবে।

এমনকী, ইউক্রেইনে আগ্রাসণের কারণে রাশিয়ার প্রতি নিন্দা জানানোর কোনো কথাও সেখানে নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।

আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘‘(প্রেসিডেন্ট) পুতিন যে পরিকল্পনায় সাধুবাদ জানিয়েছেন সেখানে ভাল কিছু কিভাবে থাকতে পারে?”