ইরানে ৮৪ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পেল আইএইএ

পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়াম প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ করার প্রয়োজন হয়।

রয়টার্স
Published : 20 Feb 2023, 01:53 PM
Updated : 20 Feb 2023, 01:53 PM

ইরান ৮৪ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে- আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এর সন্ধান পেয়েছে, যা পারমাণবিক বোমা তৈরির খুবই কাছাকাছি মাত্রা। কূটনীতিকরা একথা জানিয়েছেন।

পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়াম প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ করার প্রয়োজন হয়। ইরান ২০২১ সালের এপ্রিল থেকে ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করছে। তিনমাস আগে তারা ফর্দো নামে দ্বিতীয় আরেকটি স্থাপনায় ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করা শুরু করেছে।

দুইজন কূটনীতিক সোমবার বলেছেন, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করে ৮৪ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে পেয়েছেন।

এর মধ্য দিয়ে গত রোববার ব্লুমবার্গ নিউজে প্রকাশিত প্রতিবেদনের তথ্য নিশ্চিত হওয়া গেল। ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে আইএইএ পরিদর্শকদের বরাত দিয়ে ইরানের ইউরেনিয়াম ৮৪ শতাংশ সমৃদ্ধ করার কথা জানিয়েছিল।

বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে আইএইএ। ইরান ইচ্ছাকৃতভাবে এটি করেছে কিনা আইএইএ তা খতিয়ে দেখার চেষ্টা করছে। বিষয়টির ব্যাখ্যাও ইরানের কাছে তারা চেয়েছে বলে জানিয়েছেন একজন কূটনীতিক।

কয়েকজন কূটনীতিক বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ইরানের এই পদক্ষেপের মানে হচ্ছে, দেশটি খুব শিগগিরই আরও বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে যেতে পারে। ইরানে এ যাবৎকালের মধ্যে এবারই সবচেয়ে বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া গেল, বলছেন কূটনীতিকরা।

২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির আওতায় তেহরানের পারমাণবিক কর্মসূচি কমানোর বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।

কিনতু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর নতুন করে সব নিষেধাজ্ঞা চাপানোর পর এর জবাবে তেহরান পারমাণবিক কর্মসূচি আবারও জোরদার করে।

আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ২০১৫ সালের ওই চুক্তি এখন ‘ফাঁকা খোল’। ইরানে চলমান বিক্ষোভ এবং ইউক্রেইন যুদ্ধের বর্তমান আবহে চুক্তিটি পুনরুদ্ধার করার সম্ভাবনা ক্ষীণ বলেই জানিয়েছেন কূটনীতিকরা।