ওই এলাকায় এখনও ‘ঘন বৃষ্টি এবং ভূমিধস হচ্ছে’ বিধায় উদ্ধার অভিযান ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
Published : 28 May 2024, 02:05 PM
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে প্রবল বর্ষণের মধ্যে পাথর খনি ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আরও বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিজোরামের রাজধানী আইজলে মঙ্গলবার সকালে পাথর খনি ধসের এই ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
পাথর খনিটি ধসে নিচের বেশ কয়েকটি বাড়ি-ঘরের উপর পড়লে সেগুলো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
পুলিশ বলেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই খনি শ্রমিক। তাদের মধ্যে তিনজন মিজোরামের বাসিন্দা নন।
একটি শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর খবরও দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
উদ্ধার কর্মকর্তারা বলেন, পাথরের নিচে চাপা পড়াদের উদ্ধারে সেখানে উদ্ধার অভিযান চলছে। কিন্তু ওই এলাকায় এখনও ‘ঘন বৃষ্টি এবং ভূমিধস হচ্ছে’ বিধায় উদ্ধার অভিযান ঠিকমত পরিচালনা করা যাচ্ছে না।
গত রোববার রাতে ভারতের পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী বাংলাদেশে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের প্রভাবে সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যে ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
রেমালের প্রভাবে ভারতের কয়েকটি রাজ্যে রোববার থেকেই ভারি বর্ষণ হচ্ছে। ঝড় এবং ভারি বৃষ্টির পূর্বাভাসে মিজোরামে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে অবস্থান করে দাপ্তরিক কাজ সারতে বলা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, ভারতের জাতীয় মহাসড়ক ছয় (ন্যাশনাল হাইওয়ে ৬) এর হান্থার এলাকায় ভূমিধসের কারণে বাকি দেশ থেকে আইজল বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রবল বর্ষণে রাজ্যের আরও বেশ কয়েকটি মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে ভূমিধসের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।