দুর্ঘটনায় পড়ার আগ মুহূর্তে যাত্রীবাহী বিমানটি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, কোনো ভুল করেছিল কিনা, ব্ল্যাকবক্স নামে পরিচিত ফ্লাইট ডাটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার থেকে তার কিছু সূত্র বের হতে পারে।
Published : 31 Jan 2025, 11:12 AM
যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীর ওপর সামরিক হেলিকপ্টারে সঙ্গে সংঘর্ষে জড়ানো যাত্রীবাহী বিমানের ব্ল্যাক বক্সগুলোর খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিমানটি যে বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল, সেখানকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মী সংকট দুর্ঘটনায় প্রভাব ফেলেছে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই এই ফ্লাইট ডাটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডারের খোঁজ মিলল।
সাধারণত ওই এলাকায় উড্ডয়নরত উড়োজাহাজ ও হেলিকপ্টারের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলে দুইজন দায়িত্বরত থাকে, কিন্তু বুধবার রাতে দুর্ঘটনার সময় সেখানে মাত্র একজন ছিলেন বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিসিএস নিউজ।
দুই এয়ারক্রাফটের ৬৭ জন নিহতের ঘটনার কারণ কী হতে পারে, কর্মকর্তারা এখনও তা খতিয়ে দেখছেন।
৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন দেওয়া হবে, বলেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি)।
দুর্ঘটনায় পড়ার আগ মুহূর্তে যাত্রীবাহী বিমানটি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, কোনো ভুল করেছিল কিনা, ব্ল্যাকবক্স নামে পরিচিত ফ্লাইট ডাটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার থেকে তার কিছু সূত্র বের হতে পারে।
এই ব্ল্যাক্স বক্সগুলো দুর্ঘটনাস্থলের কাছেই এনটিএসবি ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখা হবে, বলেছে সিবিএস।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রাথমিক প্রতিবেদনেও দুর্ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীসংখ্যা ‘স্বাভাবিক ছিল না’ বলে উল্লেখ করা হয়েছে।
এফএএ-র গুরুত্বপূর্ণ অনেক পদে লোক নিয়োগে মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে হিমশিম খাচ্ছে।
তবে বুধবার রাতে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলে হেলিকপ্টার ও উড়োজাহাজ ব্যবস্থাপনায় কেবল একজনের উপস্থিতি মোটেও অবাক করার মতো ঘটনা নয়, এবং এতে কোনো ধরনের নির্দেশনাও লঙ্ঘিত হয়নি, বলছেন সংশ্লিষ্টরা।
জমাট ঠাণ্ডা পানিতে দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবারের বেশিরভাগ সময় ডুবুরিরা পটোম্যাক নদীত সাঁতরে বেড়িয়েছেন। বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতির কারণে সন্ধ্যায় ওই অনুসন্ধান স্থগিত রাখা হয়েছিল।
দুর্ঘটনার সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৪ আরোহী ছিল, প্রশিক্ষণ কাজে নিয়োজিত সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিল তিন সেনা।
এই ৬৭ জনের মধ্যে এখন পর্যন্ত বিমানটির ২৭ আরোহী ও হেলিকপ্টারের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট সরকারে সময় এফএএ এয়ার ট্রাফিক কন্ট্রোলে নিয়োগের ক্ষেত্রে ‘তুলনামূলক কম যোগ্যদের’ প্রাধান্য দেওয়ায় ওয়াশিংটনে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা ব্যক্ত করেছেন। যদিও এ সংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ হাজির করেননি তিনি।
পরে তিনি উড়োজাহাজ চলাচল খাতে বৈচিত্র্য, ন্যায্যতা ও সবাইকে অন্তর্ভুক্ত করার (ডিইআই) চর্চা বন্ধে একটি মেমোরেন্ডামে স্বাক্ষরও করেন।
পাশাপাশি এফএএ-র প্রধান পদে নতুন কাউকে নিয়োগ দিতে নির্বাহী আদেশেও জারি করেন তিনি।
বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে মাঝ আকাশে দুর্ঘটনায় জড়ানো উড়োজাহাজ ও হেলিকপ্টার দুটি পরে পটোম্যাক নদীতে আছড়ে পড়ে।
আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ বিমানটি রওনা হয়েছিল কানসাসের উইচিটো থেকে; এর আরোহীদের মধ্যে একাধিক ফিগার স্কেটার, তাদের পরিবারের সদস্য ও দুই রাশিয়ান কোচও ছিল।
বিমানটিতে আরও রুশ নাগরিক ছিল বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম।
“আজ ওয়াশিংটন থেকে খারাপ খবর এসেছে। আমরা শোকাহত, নিহতদের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি সহবেদনা জানাচ্ছি,” বলেছেন তিনি।