আজারবাইজান এবং আর্মেনিয়া নাগর্নো-কারাবাখ নিয়ে দুইবার যুদ্ধে জড়িয়েছে।
Published : 24 Jan 2024, 08:51 AM
আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন বিতর্কিত নাগর্নো-কারাবাখ ছিটমহলে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করেছে আজারবাইজান।
আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিগত আর্মেনীয় অধ্যুষিত এই ছিটমহল ঘিরে কয়েক মাস ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। তার মধ্যেই আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযানের খবর জানাল।
একটি মাইন বিস্ফোরণ এবং অন্য একটি ঘটনায় ১১ আজারবাইজানের পুলিশ ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই অভিযান শুরু হল। মঙ্গলবার কারাবাখের প্রধান শহরে বিমান হামলার সাইরেন বাজানোর খবর পাওয়া গেছে।
আজারবাইজান এবং আর্মেনিয়া নাগর্নো-কারাবাখ নিয়ে দুইবার যুদ্ধে জড়িয়েছে। ১৯৯০ দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুদ্ধে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। ২০২০ সালেও সোভিয়েতে থাকা এই দুই দেশ সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
আর্মেনিয়া থেকে ছিটমহলে প্রবেশের একমাত্র রুট লাচিন করিডোর গত ডিসেম্বর থেকে অবরোধ করে রেখেছে আজারবাইজান। এ করিডোরে আজারবাইজানের সেনা অবস্থান লক্ষ্য করে আর্মেনিয়ার সেনারা গুলি ছুড়েছে বলে বাকু থেকে মঙ্গলবার অভিযোগ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা এর জবাবে স্থানীয়ভাবে সন্ত্রাসবিরোধী কার্যক্রম শুরু করেছে। সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)