নিজেদের তৈরি প্রথম সাবমেরিন দেখাল তাইওয়ান

২০১৬ সালে সাই ক্ষমতায় আসার পর সাবমেরিন তৈরির পরিকল্পনা নেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 11:25 AM
Updated : 7 Nov 2023, 11:25 AM

চীনের আগ্রাসন থেকে উপকূল রক্ষা করতে প্রথমবারের মত নিজেরা সাবমেরিন তৈরি করছে তাইওয়ান।

স্ব-শাসিত দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় কাওশং শহরে নতুন ডুবোজাহাজটি উদ্বোধন করেন।

এ সাবমেরিনের নাম রাখা হয়েছে নরহোয়াল। ২০১৬ সালে সাই ক্ষমতায় আসার পর চীনের নৌবাহিনীর বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরোধ শক্তিশালী করার লক্ষ্যে সাবমেরিন তৈরির পরিকল্পনা নেন।

চীন তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে। তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা থেকে বিরত রাখতে বেইজিং প্রায় প্রতিদিনই দ্বীপটির আশপাশে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিকে সামনে রেখে নিজেদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন শুরু করেছে তাইপে। 

নরহোয়ালের সামনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট সাই বলেন, “নিজেরা ডুবোজাহাজ তৈরির বিষয়টি আগে অসম্ভব বলে ভাবা হত। কিন্তু আজ আমাদের দেশের মানুষের নকশায় তৈরি ডুবোজাহাজ আমাদের চোখের সামনে।”

এসব ডুবোজাহাজ তাইওয়ানের নৌবাহিনীকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তাইওয়ান ২০২৭ সালের মধ্যে এ ধরনের অন্তত দুটি সাবমেরিন মোতায়েন করতে চায়। এর প্রথমটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫৩ কোটি ডলার।

লকহিড মার্টিন কর্পোরেশনের কমব্যাট সিস্টেম এবং যুক্তরাষ্ট্রের তৈরি মার্ক ৪৮ হেভিওয়েট টর্পেডো রয়েছে নরহোয়ালের অস্ত্রভাণ্ডারে। আগামী মাসে সাগরে এ সাবমেরিনের ট্রায়াল শুরু হবে এবং ২০২৪ সালের শেষ দিকে তাইওয়ানের নৌবাহিনীতে যুক্ত হবে। সংবাদসূত্র: রয়টার্স  

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)