সাত বছরের এই কুকুরটি অস্কার পুরস্কার জয়ী সিনেমা ‘অ্যানাটমি অব আ ফল’ এ দারুণ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে।
Published : 11 Mar 2024, 08:21 PM
কারা এবার অস্কার পুরস্কার জিতলেন বা অনুষ্ঠানে তারকারা কে কী সাজ-পোশাকে এসেছিলেন তা নিয়ে ইন্টারনেটে রীতিমত আলোচনার ঝড় বইছে। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব আলো কেড়ে নিয়েছিল মিষ্টি এক ছোট্ট অতিথি। সে কে, ধরতে পেরেছেন কী? হু, সে হলো মেসি!
সাত বছরের এই কুকুরটি অস্কার পুরস্কার জয়ী সিনেমা ‘অ্যানাটমি অব আ ফল’ এ দারুণ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে।
ওই সিনেমায় মেসির নাম স্নুপ, মিলো মাচাদো-গ্রানের কুকুর।
রোববার রাতে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জমকালো আয়োজনেও সবার মনযোগ কেড়ে নেয় মেসি। অনুষ্ঠানের সঞ্চালক জিমি কিমেল তার অস্কার বক্তৃতার শুরুতেই রবার্ট ডাউনি জুনিয়রকে (এবার সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন) নিয়ে কৌতুক করে বলেন, “একটি সিনেমায় (দ্য শ্যাগি ডগ-২০০৬) তিনি খলনায়কের ভূমিকায় ছিলেন—এবং যদি আমি ভুল করি তবে আমাকে সংশোধন করে দেবেন..ওই সিনেমায় টিম অ্যালেন কুকুর হয়ে গিয়েছিলেন।
“যদি তারা ওই সিনেমাটি পুনরায় নির্মাণ করে, তবে টিম অ্যালেনের অংশটুকুতে অভিনয় করার উপযুক্ত একজনকে আমি চিনি।”
তখনই অনুষ্ঠানের সব ক্যামেরা দর্শকসারিতে চুপ করে বসে থাকা মেসির দিকে ঘুরে যায়।
কিমেল বলেন, “মেসি, যদিও সে একটি কুকুর, তারপরও অ্যানাটমি অফ আ ফল সিনেমায় তার অভিনয়ের জন্য তাকে পারফমেন্স অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া যেতে পারে।”
সঞ্চালকের এই কৌতুকে সবাই হাসিতে ফেটে পড়েন।
কেমিল বলতেই থাকেন, “মেসির একটি বাড়াবাড়ি রকমের ভালো দৃশ্য রয়েছে, আপনি যদি এটি দেখে থাকেন তবে আপনি এটি জানেন। এটা অবিশ্বাস্য। সত্যি। বলতে গেলে আমি জেরার্ড দেপারদ্যু পর আর কোনও ফরাসি অভিনেতাকে নিজের বমি এভাবে খেতে দেখিনি।”
Omg look at that celeb
Me: But look at the dog tho????#Oscars #Oscars2024 pic.twitter.com/lf5famvtZO
— kristina???? (@kristinakovv) March 10, 2024
অ্যানাটমি অব আ ফল অস্কারের পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। যার মধ্যে একটি ছিল সেরা সিনেমা। যদিও সেগুলোর কোনোটিই মেসির অভিনয় নৈপুণ্যের কারণে নয়।
তবে বিখ্যাত এই কুকুরটি গত বছর মে মাসে কান চলচ্চিত্র উৎসবে পাম ডগ অ্যাওয়ার্ড জেতে।
এবার অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে ‘ওপেনহাইমার’। সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ অস্কারের মোট সাতটি শাখায় পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের এ সিনেমা।