যুদ্ধও আমার কাছ থেকে স্বামীকে আলাদা করতে পারবে না: ইউক্রেইনের ফার্স্টলেডি
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2022 11:22 PM BdST Updated: 22 May 2022 11:22 PM BdST
-
ছবি: ভিডিও/বিবিসি
দীর্ঘদিন পর এক চা চক্রে স্বামীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন ইউক্রেইনের ফার্স্টলেডি ওলেনা। রাশিয়ার আগ্রাসন শুরুর পর ১৭ ও ৯ বছরের দুই সন্তানকে নিয়ে ওলেনা ইউক্রেইনের অজ্ঞাতস্থানে আত্মগোপনে চলে গেছেন।
ওদিকে, আগ্রাসনের মুখেও অবিচল নেতৃত্ব এবং শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে বিশ্ব চমকে গেলেও স্বামীর এ রূপ দেখে বিস্মিত নন বলে জানিয়েছেন ওলেনা। রোববার এক টেলিভিশনে জেলেনস্কি ও ওলেনার আগে থেকে রেকর্ড করা একটি বিরল সাক্ষাৎকার প্রচার করার খবর জানায় ডেইলি মেইল।
সেখানে ওলেনা বলেন, ‘‘কেউ আমার স্বামীকে আমার থেকে আলাদা করতে পারবে না, এমনকি যুদ্ধও না।”
“যুদ্ধ শুরুর পর থেকে ভলোদিমির পাল্টে গেছেন এমনটা আমি বলতে পারব না। তিনি একজন নির্ভরযোগ্য স্বামী, তার আগে তিনি একজন নির্ভরযোগ্য পুরুষ এবং তিনি সেটা থাকবেন। তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি, তিনি যেভাবে জড়িয়ে আছেন তার পরিবর্তন হয়নি।”
পেশা জীবনে একজন চিত্রনাট্যকার ওলেনা বলেন, তিনি সব সময় তার স্বামীর ভাষণের বড় ভক্ত ছিলেন না। সেগুলো নিয়ে গবেষণার সময়ও তার ছিল না।
তিনি আরও বলেন, কখনও কখনও জেলেনস্কি নিজের ভাষণে অনেক বেশি সাহিত্য ব্যবহার করতেন, কখনও কম। “আমরা এ যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরাই এ যুদ্ধ শেষ করব,” এভাবেই নিজের বক্তব্য শুরু করেন জেলেনস্কি।
জেলেনস্কি ও ওলেনার সাক্ষাৎকার এমন একটি সময়ে প্রচার করা হল, যখন মারিউপোলের আজভস্তাইল ইস্পাত কারখানার সব সেনা আত্মসমর্পন করেছে। যার মধ্য দিয়ে ইউক্রেইনের সবচেয়ে বড় এই বন্দর নগরীতে বিজয় ঘোষণা করতে পেয়েছে রাশিয়া। এখন তারা নতুন উদ্যমে দনবাস অঞ্চলে আক্রমণ শানাচ্ছে।
যুদ্ধে ইউক্রেইনের সেনারাও পিছিয়ে নেই। তারা এরই মধ্যে দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী খারকিভ উপকণ্ঠ থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে সেখানে পুনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
-
বাচ্চার দুধ কেনার টাকাও নেই, শ্রীলঙ্কায় লঙ্গরখানায় বাড়ছে মুখ
-
অস্ট্রেলিয়ায় বন্যার অবনতি, সিডনি থেকে সরছে আরও কয়েক হাজার
-
শিকাগোতে কুচকাওয়াজে গুলি, সন্দেহভাজন আটক
-
পাকিস্তানের কোয়েটায় বাড়ি ধসে ও পানিতে ডুবে ৬ মৃত্যু
-
উত্তর কোরিয়ার ‘ছাড়া বাঁধের পানির’কারণে বিপত্তি দক্ষিণে
-
লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
-
বিশ্বের সবচেয়ে বড় জলপদ্মের সন্ধান
-
যুক্তরাষ্ট্রে শিকাগোর কাছে কুচকাওয়াজে গুলি, নিহত ৬
-
বাচ্চার দুধ কেনার টাকাও নেই, শ্রীলঙ্কায় লঙ্গরখানায় বাড়ছে মুখ
-
উত্তর কোরিয়ার ‘ছাড়া বাঁধের পানির’কারণে বিপত্তি দক্ষিণে
-
পাকিস্তানের কোয়েটায় বাড়ি ধসে ও পানিতে ডুবে ৬ মৃত্যু
-
অস্ট্রেলিয়ায় বন্যার অবনতি, সিডনি থেকে সরছে আরও কয়েক হাজার
-
শিকাগোতে কুচকাওয়াজে গুলি, সন্দেহভাজন আটক
-
লিবিয়ার তারহুনায় ১০০ গণকবর থাকতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর