কোভিড-১৯: রাশিয়ায় টিকা দেওয়া শুরু
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2020 03:17 PM BdST Updated: 05 Dec 2020 04:30 PM BdST
রাশিয়ার মস্কোর কয়েকটি ক্লিনিকে কোভিড-১৯ এর টিকা প্রদান শুরু হয়েছে। নিজেদের আবিষ্কার ‘স্পুৎনিক-ভি’ টিকা দিয়েই দেশটি তাদের টিকা প্রদাণ কার্যক্রম শুরু করেছে।
যারা জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন প্রথমে তাদের টিকা দেওয়া হচ্ছে বলে জানায় বিবিসি।
গত অগাস্টে বিশ্বের প্রথম দেশে হিসেবে রাশিয়া তাদের কোভিড-১৯ টিকা সর্বসাধারণের জন্য ব্যবহারের অনুমতি দেয়।
স্পুৎনিক-ভি র আবিষ্কাকরদের দাবি, এই টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে ৯৫ শতাংশ কার্যকর এবং গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। যদিও বৃহৎ আকারে এই টিকার পরীক্ষা এখনো চলছে।
রাশিয়ার হাজারো মানুষ এরই মধ্যে টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন বলে জানায় বিবিসি। কিন্তু রাশিয়া টিকার কী পরিমাণ ডোজ উৎপাদন করতে পেরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানায় বিবিসি।
টিকা উৎপাদকরা এর আগে বলেছিলেন, এ বছরের শেষ নাগাদ তারা ৪০ লাখ ডোজ টিকা উৎপাদন করতে সক্ষম হবেন বল আশা করছেন।
কয়েকদিন আগে মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন কোভিড-১৯ টিকা প্রদাণ প্রকল্প শুরুর ঘোষণা দেন। তখন তিনি বলেছিলেন, প্রথমে স্কুল, স্বাস্থ্য সেবাকর্মী ও সমাজকর্মীদের টিকা দেওয়া হয়ে।
যত বেশি ডোজ টিকা প্রস্তুত হবে এই তালিকাও তত লম্বা হবে বলে জানিয়েছেন তিনি।
মস্কোর ৭০টি জায়গায় কোভিড-১৯ এর টিকা দেওয়া হচ্ছে। উপরের পেশায় যারা আছেন এবং বয়স ১৮-৬০ বছরের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইনে বিনা খরচে নাম নিবন্ধন করতে পারবেন। স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা চালু আছে।
রাশিয়ায় এখন পর্যন্ত ২৩ লাখ ৮২ হাজারের বেশি মানুষের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪১ হাজার ৭৩০ জন।
রাশিয়ার মধ্যে মস্কোতেই সংক্রমণ ও মৃত্যু সব থেকে বেশি।
-
কোভিড-১৯: লাতিন আমেরিকার শীর্ষ ধনী স্লিম আক্রান্ত
-
কৃষক বিক্ষোভে উত্তাল দিল্লিতে বন্ধ ইন্টারনেট-মেট্রো
-
দিল্লিতে কৃষক-পুলিশ সংঘর্ষ, লাল কেল্লায় ট্র্যাক্টর
-
পদত্যাগের পথে ইতালির প্রধানমন্ত্রী
-
পুলিশের বাধা উপেক্ষা করে দিল্লিতে হাজারো কৃষক
-
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হচ্ছেন জ্যানেট ইয়েলেন
-
করোনাভাইরাস: মেক্সিকোতে মৃত্যু ছাড়াল দেড় লাখ
-
অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধ, টিকা রপ্তানিতে কঠোর হতে পারে ইইউ
-
ট্রাম্পের অভিশংসনের বিচার ‘হতেই হবে’: বাইডেন
-
কৃষক বিক্ষোভ সামলাতে হিমশিম পুলিশ, দিল্লিতে বন্ধ ইন্টারনেট-মেট্রো
-
কোভিড-১৯: লাতিন আমেরিকার শীর্ষ ধনী স্লিম আক্রান্ত
-
পদত্যাগের পথে ইতালির প্রধানমন্ত্রী
-
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হচ্ছেন জ্যানেট ইয়েলেন
-
দিল্লিতে কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষ, লাল কেল্লায় ট্র্যাক্টর
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং
- দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের