অক্টোবর থেকে উগান্ডার কিছু এলাকায় অস্বাভাবিক ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দেয়, পাশাপাশি অনেক ভূমিধসের ঘটনাও ঘটে।
Published : 03 Dec 2024, 02:58 PM
উগান্ডার পূর্বাঞ্চলে গত সপ্তাহে বড় ধরনের এক ভূমিধসে কয়েকটি গ্রাম চাপা পড়ার পর এ পর্যন্ত ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন বছর বয়সী দুই ছেলে শিশুর লাশও আছে। পুলিশ জানিয়েছে, আরও বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
গত বুধবার রাজধানী কাম্পালা থেকে ৩০০ কিলোমিটার পূর্বে কেনিয়ার সীমান্তে মৃত আগ্নেয়গিরি মাউন্ট এলগনের ঢালে ভূমিধসের ঘটনাটি ঘটে। ওই সময়ই ১৭ জনের মৃত্যু হয় আর শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল।
সোমবার রাতে সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তারপর থেকে ওই দুই বালকেরসহ অনেকগুলো মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অক্টোবর থেকে উগান্ডার কিছু এলাকায় অস্বাভাবিক ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দেয়, পাশাপাশি অনেক ভূমিধসের ঘটনাও ঘটে। উগান্ডার রেডক্রস এমন অস্বাভাবিক আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে।
গত সপ্তাহে যেখানে এই বিপর্যয়টি ঘটেছে তার আশপাশের এলাকায় এর আগেও বেশ কয়েকটি প্রাণঘাতী ভূমিধসের ঘটনা ঘটেছিল। ২০১০ সালে এমনই এ ঘটনায় অন্তত ৮০ জনের প্রাণ গিয়েছিল।
এই ভূমিধসপ্রবণ এলাকাটি থেকে বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার বিভিন্ন উদ্যোগ নিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু এখানকার অধিকাংশ বাসিন্দা দরিদ্র হওয়ায় তারা এ ধরনের পরিবর্তনে আগ্রহী হয়নি। এর ফলে কর্তৃপক্ষের প্রচেষ্টাগুলোও তেমন সফল হয়নি।