বায়ুদূষণ: স্বাস্থ্য ঝুঁকিতে লাহোরে জরুরি অবস্থা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহে চারদিন ছুটিও ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 03:04 PM
Updated : 8 Nov 2023, 03:04 PM

বায়ু দূষণ চরম পর্যায়ে পৌঁছানোয় পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ জনবহুল নগরী লাহোর এবং পার্শ্ববর্তী উত্তরপূর্বের জেলাগুলোতে ‘জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে।

সেইসঙ্গে সাপ্তাহিক ছুটি বাড়িয়ে চারদিন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেন, এখন থেকে অফিস, স্কুল, কলেজ, সিনেমা, পার্ক এবং অন্যান্য জনসমাগমপূর্ণ স্থান রবিবার ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে।

তবে বাজার সপ্তাহে দুই দিন অর্থাৎ, শনিবার ও রবিবার বন্ধ রাখা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “বাতাসে ধোঁয়াশা ক্রমাগত বাড়তে থাকায় সরকার থেকে লাহোর, গুজরানওয়ালা, হাফিজাবাদ এবং নানকানা সাহিব জেলায় জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করা হচ্ছে এবং বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে।”

পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৪০০তে পৌঁছেছে। যেখানে বাতাসে একিউআই ৩০০ পেরোলেই তা ভয়াবহ ক্ষতিকর বলে ধরা হয়।

প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লির বাতাসে মঙ্গলবার একিউআই ৩০৬ তে পৌঁছালে সেদিন দেশটির সুপ্রিম কোর্ট  রাজধানীর আশেপাশের রাজ্যগুলোতে ফসলের নাড়া পোড়ানো বন্ধের নির্দেশ দেয়।

দিল্লি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার পাশিপাশি ১ কোটি ৪০ লাখ মানুষের নগরী লাহোর এখন বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর একটিতে পরিণত হয়েছে।

লাহোরের বাতাস চরম দূষিত হয়ে পড়ার জন্য নাকভি ভারতের উপর দোষ চাপিয়েছেন। বলেছেন, ভারতের পাঞ্জাবে বিশেষ করে ফসলের মাঠের নাড়া পোড়ানোর কারণে সেখান থেকে ধোঁয়া ও ছাই বাতাসে ভেসে এসে লাহোরের বাতাসকে ধোঁয়াশায় পূর্ণ করে ফেলছে।

ধোঁয়াশা ও ধোঁয়ার কারণে হাজার হাজার মানুষ গলা ব্যথা, চোখ জ্বালাপোড়া এবং চোখে চুলকানির সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা বাসিন্দাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা এড়াতে যতদূর সম্ভব ঘরের ভেতরে অবস্থান করার এবং প্রচুর তরল পান করার পরামর্শ দিয়েছেন।