কানাডার ঐতিহাসিক দুর্গে উঁচু থেকে পড়ে ১৬ শিশু আহত

শিশুদের সবার বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে। তারা সবাই প্রায় ২০ ফুট উঁচু থেকে পড়ে যায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 08:17 AM
Updated : 1 June 2023, 08:17 AM

কানাডার ম্যানিটোবা প্রদেশের ঐতিহাসিক ফোর্ট জিব্রাল্টারে উঁচু থেকে পড়ে গিয়ে ১৬ স্কুলশিশু ও এক পূর্ণবয়স্ক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার ইউনিপেগ শহরের জনপ্রিয় ওই পর্যটন গন্তব্যের ভেতরের একটি প্লাটফর্ম ভেঙে তারা সবাই পড়ে যান।

এ ঘটনার পর আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয় বলে দমকল বাহিনীর চিকিৎসক দলের এক সহকারীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিবিসি নিউজ।

“আজ ৯টা ৫৫ মিনিটের দিকে (বুধবার স্থানীয় সময়) ৯১১ এ খবর পাই, হুইটিয়ার পার্কে স্কুলের একটি দল পড়ে গেছে,” ইউনিপেগ দমকল বিভাগের চিকিৎসক দলের ওই সহকারী এমনটি বলেছেন বলে সিবিসি জানিয়েছে।

শিশুদের সবার বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে বলে জানান তিনি। 

ইউনিপেগের শিশু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ কারেন গ্রিপ জানিয়েছেন, একজন বাদে বাকি সবাইকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তারা সবাই ছয় মিটার (প্রায় ২০ ফুট) উঁচু থেকে পড়ে গিয়ে আঘাত পায় বলে জানিয়েছেন তিনি। আহতদের অনেকের হাড় ভেঙে গেছে। পর্যবেক্ষণের জন্য একটি শিশুকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছে।

“এই ঘটনার ফলাফল আরও অনেক, অনেক খারাপ হতে পারতো,” বলেছেন ডাঃ গ্রিপ।

ইউনিপেগ শহরের শুরুর দিকে ১৮১০ সালে পশম ব্যবসার একটি কেন্দ্র হিসেবে জিব্রাল্টার দুর্গটি নির্মাণ করা হয়েছিল। এটি এখন বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহাসিক ঘটনার পুনর্চিত্রণের কাজে ব্যবহৃত হয়।