যুক্তরাষ্ট্রে চকলেট ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত ২

পেনসলভেইনিয়ার ওয়েস্ট রিডিংয়ের এই ঘটনায় আরও ৯ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 08:23 AM
Updated : 25 March 2023, 08:23 AM

যুক্তরাষ্ট্রের পেনসলভেইনিয়ার একটি চকলেট ফ্যাক্টরিতে বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার অঙ্গরাজ্যটির ওয়েস্ট রিডিংয়ের এই ঘটনায় আরও নয়জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্ফোরণের মুহূর্তে ধারণ করা ভিডিওতে আকাশের দিকে অগ্নিশিখা, ধোঁয়া, ধূলা ও আবর্জনা ছিটকে উঠতে দেখা গেছে।

ওয়েস্ট রিডিংয়ের পুলিশ প্রধান ওয়েন হোল্ডেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, “ঘটনাস্থলে এখনও উদ্ধার তৎপরতা চলছে।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমে প্রদর্শিত ফুটেজে রাস্তায় আবর্জনার স্তূপ ও বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও আগুন জ্বলতে দেখা গেছে।

আরএম পামার কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা ১৯৪৮ সাল থেকে ক্যান্ডি তৈরি করে আসছে এবং তাদের কর্মী সংখ্যা ৮৫০ জন।

পুলিশ কর্মকর্তা হোল্ডেন জানিয়েছেন, বিস্ফোরণে পামার কোম্পানির দুই নম্বর ভবন ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইজন নিহত ও নয়জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ওয়েস্ট রিডিংয়ের অবস্থান ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরপশ্চিমে।