ভিডিওগুলোতে দেখা গেছে, অনেকগুলো বহুতল ভবন ধসে পড়ছে, ভূমিধসটি পেছনে ধ্বংসস্তূপ ও আবর্জনার বিশাল একটি ধারা রেখে এসেছে।
Published : 24 Aug 2023, 12:22 PM
ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় ব্যাপক ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গণমাধ্যমে আসা ভূমিধসের ভিডিওগুলোতে দেখা গেছে, অনেকগুলো বহুতল ভবন ধসে পড়ছে, ভূমিধসটি পেছনে ধ্বংসস্তূপ ও আবর্জনার বিশাল একটি ধারা রেখে এসেছে।
ধ্বংসস্তূপের মধ্যে যারা আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের উদ্ধারে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীসহ (এসডিআরএফ) অন্যান্য জরুরি পরিষেবা বাহিনীগুলো মোতায়েন করা হয়েছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, “আন্নি, কুল্লু থেকে উদ্বিগ্ন হওয়ার মতো চিত্র পাওয়া যাচ্ছে। বিধ্বংসী এক ভূমিধসে একটি বিশাল বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। এটি উল্লেখযোগ্য যে, প্রশাসন ঝুঁকি শনাক্ত করে দুই দিন আগেই ভবনটি খালি করে ফেলেছিল।”
হিমাচল প্রদেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুন্ডু এনডিটিভিকে জানিয়েছেন, এ ঘটনায় কারও প্রাণহানি হয়নি কারণ সাবধানতা অবলম্বন করে আগেই সেখানে থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) রেড অ্যালার্ট জারি করে বৃহস্পতিবার থেকে পরবর্তী দুই দিন হিমাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজ্যটির কয়েকটি অংশে অবিরাম বৃষ্টি হচ্ছে, এতে ওই এলাকাগুলির বাসিন্দারা বিরূপ আবহাওয়া পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন।
কুল্লু জেলায় ভারি বৃষ্টিপাত হওয়ায় কুল্লু-মানডি মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই মহসড়কে বহু যানবাহন আটকা পড়েছে।
কুল্লুর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাক্ষী ভার্মা জানিয়েছেন, কুল্লু-মানডি মহাসড়কের বিকল্প পথটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই পথে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
Disturbing visuals emerge from Anni, Kullu, depicting a massive commercial building collapsing amidst a devastating landslide.
— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) August 24, 2023
It's noteworthy that the administration had identified the risk and successfully evacuated the building two days prior. pic.twitter.com/cGAf0pPtGd