নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে গত সপ্তাহে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়।
Published : 16 Sep 2024, 04:03 PM
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় ধ্বংসাত্মক বন্যার মধ্যে এক কারাগারের কয়েকটি দেয়াল ধসে পড়ার পর ২৮১ জন বন্দি পালিয়ে গেছেন।
গত সপ্তাহে বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে ঘটনাটি ঘটেছে বলে রোববার দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
নাইজেরিয়ার সংশোধনমূলক পরিষেবার মুখপাত্র উমর আবুবকর এক বিবৃতিতে জানিয়েছেন, নিরাপত্তা সংস্থাগুলোর চালানো অভিযানে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে সাতজনকে ফের আটক করা হয়েছে।
তিনি বলেন, “বন্যায় মধ্যম নিরাপত্তা হেফাজত কেন্দ্রসহ কয়েকটি সংশোধনাগারের দেয়াল ধসে পড়েছে। নগরীর স্টাফ কোয়ার্টারের দেয়ালও ধসে পড়েছে।”
পালিয়ে থাকা অপর বন্দিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহের প্রথমদিকে মাইদুগুরিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। ভারি বৃষ্টির পর একটি বাঁধের পানি উপচে পড়ে বন্যা দেখা দেয়। ধেয়ে আসা ঢলের তোড়ে রাজ্যটির মালিকানাধীন চিড়িয়াখানা ধ্বংস হয়ে যায় আর কুমির ও সাপের মতো প্রাণীগুলো বন্যাকবলিত এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে।
এই বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু আর লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে। বন্যার কারণে বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ মানুষ ত্রাণশিবিরগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।