গুজরাটে দ্বিতীয় দফা ভোট শেষ, বিজেপি’র বিপুল জয়ের আভাস

গত ১ ডিসেম্বর প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে ভারতের গুজরাটে। সোমবার হল দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2022, 04:27 PM
Updated : 5 Dec 2022, 04:27 PM

ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুথফেরত জরিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আভাস পাওয়া যাচ্ছে।

গত ১ ডিসেম্বর প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে গুজরাটে। সোমবার (৫ ডিসেম্বর) হল দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

এনডিটিভি জানায়, বুথ ফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, বিজেপি জিততে পারে ১৩২ আসন, যা দলটির ১৪০ আসন জয়ের লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য কম। অথচ ২০১৮ সালে দলটি জিতেছিল মাত্র ৯৯ আসন।

এবারের নির্বাচনে দীর্ঘ তিন দশকের শাসন টিকিয়ে রাখতে মরিয়া শাসকদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে হাল ছাড়ার পাত্র নয় বাকি দুই দলও। নির্বাচনের মাঠে নিজেদের উপস্থিতি ভালমতই জানান দিয়েছে আম আদমি পার্টি ও কংগ্রেস পার্টি।

বুথফেরত জরিপের পূর্বাভাস বলছে, কংগ্রেস পার্টি পেতে পারে ৩০থেকে ৫১ টি আসন। আর আম আদমি পার্টি পেতে পারে ৩ থেকে ১৩ টি আসন।

গুজরাটের দু’দফা নির্বাচন শেষের পর এখন অপেক্ষা শুধু ফলের। আগামী ৮ ডিসেম্বর গুজরাট বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। সেদিনই জানা যাবে বিজেপি নিজেদের তিন দশকের শাসন টিকিয়ে রাখতে পারবে নাকি তাদের পুরনো দুর্গে ভাঙন ধরাবে অন্য দলগুলো।

গুজরাটের এই বিধানসভা ভোটকে সাধারণ ভাবে ‘মোদীর পরীক্ষা’ হিসাবেই দেখা হচ্ছে। কারণ, এ রাজ্যে তিন মেয়াদে মুখ্যমন্ত্রী থেকেছিলেন মোদী। এবারের বিধানসভা ভোটেও মোদীই গুজরাটে ‘বিজেপির মুখ’।

তাছাড়া, ২০২৪ সালে হবে লোকসভা ভোট। প্রধানমন্ত্রী মোদী সেই ভোটে তৃতীয় বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই গুজরাটের ভোটের ফলের প্রভাব লোকসভা নির্বাচন এবং মোদীর উপরেও পড়বে বলে অভিমত বিশেষজ্ঞদের।

সেকারণেই এবারে গুজরাটে ভোটের প্রচারে মনোনিবেশ করেছিলেন মোদী। সোমবার মোদীও ভোট দিয়েছেন গুজরাটে।

মোদীর স্ত্রী যশোদাবেনও এদিন ভোট দেন। তবে কাকে ভোট দিলেন, সে প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন তিনি। মিষ্টিহেসে যশোদা বলেন, ‘‘কাকে দিলাম? প্রতি বারই ভোট দিই। তাই এ বারেও ভোট দিলাম।”

বিশেষ কোনও দলের জয়ের জন্য প্রার্থনা করেছেন কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘প্রার্থনা তো সবার জন্যই।”

গুজরাটের পাশাপাশি এবার বিধানসভা ভোট হয়েছে হিমাচল প্রদেশেও। হিমাচলসহ গুজরাটের নির্বাচনেরও ফল প্রকাশ ৮ ডিসেম্বরে।