হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন ফিলিস্তিনি। ঘটনাস্থলেই তিনি পুলিশের গুলিতে নিহত হন।
Published : 28 Feb 2025, 12:42 AM
ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি বাস স্টেশনে গাড়ি চালিয়ে দিয়ে হামলার ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের চিকিৎসকরা একথা জানিয়েছেন।
ইসরায়েলের পুলিশ বলেছে, হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন ফিলিস্তিনি। তিনি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা।
এক ইসরায়েলি নারীকে বিয়ে করে তিনি ইসরায়েলেই থাকছিলেন। আল-জাজিরা জানিয়েছে, ৫৩ বছর বয়সী এই ফিলিস্তিনি ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী ইচ্ছাকৃতভাবে পরদেস হান্না-কারকুর জংশনের বাস স্টেশনে অপেক্ষমাণ বেসামরিক নাগরিকদের হামলা নিশানা করেছিলেন।
পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতা বেড়েছে। রোববার ইসরায়েল ২০ বছরেরও বেশি সময় পর প্রথম পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ট্যাংক পাঠায়। তাছাড়া, সেখানকার শরণার্থী শিবিরগুলোতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েল সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে।
গাজায় ১৯ জানুয়ারিতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর গত মাসে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান শুরু করে। এরপর জেনিন ও কাছের তুলকার্ম থেকে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ফিলিস্তিনি বাড়িঘর ছেড়ে চলে গেছে।