ম্যারিয়েন রবিনসনের বয়স হয়েছিল ৮৬ বছর।
Published : 01 Jun 2024, 04:31 PM
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার মা ম্যারিয়েন রবিনসন মারা গেছেন।
শুক্রবার সকালে তার মৃত্যু হয় বলে রবিনসনের পরিবারের বরাতে জানিয়েছে বিবিসি।
ম্যারিয়েন রবিনসনের বয়স হয়েছিল ৮৬ বছর।
২০০৯-১৭ সাল পর্যন্ত বারাক ওবামার আট বছরের শাসনামলে হোয়াইট হাউসে ছিলেন রবিনসন। দুই নাতনীর সাথে সময় কাটতো তার। শসাসা ও মালিয়ার সঙ্গে ওবামা পরিবারের বিশেষ মুহূর্তগুলোতে তাকে দেখা যেত।
মিশেল ওবামার পরিবার সামাজিক যোগাযোগ এক্স-এ এক বিবৃতিতে জানায়, “আমার প্রয়োজনে সবসময় তাকে পাশে পেয়েছি।”
পৃথক এক টুইটে বারাক ওবামা বলেন, “ম্যারিয়ান রবিনসন একজনই ছিলেন এবং থাকবেন।”
বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার সকালে তিনি শান্তিপূর্ণভাবে চলে গেছেন। পরিবারের সবাই তার বিদায়ে ব্যথিত, তার শুন্যতা কখনো পূরণ হবার নয়।
আরেকটি বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন, “পরিবারের প্রতিটি পদক্ষেপে যখনই আমরা বিপদের সম্মুখীন হয়েছি তিনি ঢাল হয়ে আমাদের সেই ঝড় থেকে রক্ষা করেছেন।”
ম্যারিয়ান রবিনসন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা শিকাগোতে।