২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বড় রদবদলের সিদ্ধান্ত এটি।
Published : 12 Feb 2024, 11:51 AM
রাশিয়ার সঙ্গে যুদ্ধ এখনও চলছে, তার মধ্যেই হঠাৎ করে প্রতিরক্ষামন্ত্রী বদলালেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভকে বরখাস্ত করা হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রপার্টি ফান্ডের প্রধান রুস্তেম উমারভকে। এই পরিবর্তনে পার্লামেন্টের অনুমোদন চেয়ে তিনি বলেছেন, সামগ্রিকভাবে সমাজ ও সামরিক বাহিনীর সঙ্গে মিথষ্ক্রিয়ার ক্ষেত্রে নতুন উদ্যোগ দরকার বলে তিনি মনে করছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বড় রদবদলের সিদ্ধান্ত এটি। যুদ্ধরত ইউক্রেইনকে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। তার মধ্যেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ক্রমেই জোরদার হচ্ছিল; যদিও রেজনিকভ তা অস্বীকার করে আসছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)