ইউক্রেইনের চার নিরাপত্তা সূত্র বলেছে, দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলের রোস্তভে অবস্থানরত রুশ বাহিনী গত ২৪ অগাস্ট ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
Published : 27 Sep 2024, 05:06 PM
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোর্স্কের একটি হোটেলে গতমাসে ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের এক সাংবাদিক দলের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভান্স নিহত এবং আরও দুই সদস্য আহত হন। ওই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেইন।
ইউক্রেইনের চার নিরাপত্তা সূত্র বলেছে, দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলের রোস্তভে অবস্থানরত রুশ বাহিনী গত ২৪ অগাস্ট ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
হামলার ঘটনাটি নিয়ে আগের অপ্রকাশিত তথ্য রয়টার্সকে দিয়েছেন ইউক্রেইনের গোয়েন্দারা। তারা বলছে, ইউক্রেইন সীমান্তের কাছে আজভ সাগরের উপকূলে রাশিয়ার তাগানরোগ শহরের কাছাকাছি জায়গা থেকে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল।
ইউক্রেইনের গোয়েন্দা বিভাগ বলছে, ৪৯তম সেনাবাহিনীর ফার্স্ট গার্ডস রকেট ব্রিগেড এবং ৩৫তম সেনাবাহিনীর ১০৭তম গার্ড রকেট ব্রিগেড নামক দুটি রুশ ইউনিট তখন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলের কাছাকাছি কাজ করছিল।
রয়টার্সের প্রশ্নের পৃথক লিখিত জবাবে ইউক্রেইনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, তাগানরোগের কাছে একটি তৃতীয় ইউনিট, অষ্টম সেনাবাহিনীর ৪৭ তম রকেট ব্রিগেডও ছিল, যেটি এ হামলা চালিয়ে থাকতে পারে।
জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকা থেকে রাত প্রায় ১০ টা ২৮ মিনিটে একটি রুশ ইস্কান্দার ৯এম৭২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
নিক্ষেপের সাত মিনিট পর ক্ষেপণাস্ত্রটি ক্রামতোর্স্কের স্যাফায়ার হোটেলে আঘাত হানে। হোটেলটিতে তখন রয়টার্স এর ওই সাংবাদিক দল অবস্থান করছিল।
জেনারেল স্টাফ বলেছে, একটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিশানার ৩০ মিটারের মধ্যে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। তবে রাশিয়া ইচ্ছাকৃতভাবে স্যাফায়ার হোটেলকে অগ্রাধিকার ভিত্তিতে নিশানা করেছিল কিনা বা হোটেলটি কেন হামলার নিশানা হয়েছিল সে সম্পর্কে আলোকপাত করতে পারার মতো কোনও তথ্য তাদের কাছে নেই।