সাংবিধানিক আদালত ইউন সুক-ইওলকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করার পর নির্বাচনের এই তারিখ ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।
Published : 08 Apr 2025, 06:57 PM
দক্ষিণ কোরিয়ায় আগামী ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। সাংবিধানিক আদালত ইউন সুক-ইওলকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করার পর নির্বাচনের এই তারিখ ঘোষণা করা হল।
বিবিসি লিখেছে, গতবছর ডিসেম্বরে সামরিক আইন জারির কারণে তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অভিশংসনের যে সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নিয়েছিল, সাংবিধানিক আদালত গত ৪ এপ্রিল তা বহাল রাখলে ৬০ দিনের মধ্যে আগাম নির্বাচনের পট প্রস্তুত হয়।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু মঙ্গলবার নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “দেশের দ্রুতই এই ক্ষত থেকে সেরে উঠে সামনে এগোনো প্রয়োজন।”
সাবেক প্রেসিডেন্ট ইউনের স্বল্পকালীন সামরিক আইন ঘোষণায় দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছিল এবং সমাজে গভীর বিভক্তি প্রকাশ পায়।
গত চার মাসের অস্থিরতা প্রসঙ্গে হান বলেন, “গত চার মাসে জনগণের মধ্যে যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রেসিডেন্ট পদে শূন্যতার এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি।”
এর আগে, সামরিক আইন জারির পক্ষে যুক্তি দিয়ে সাবেক প্রেসিডেন্ট ইউন বলেছিলেন, ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ এবং উত্তর কোরিয়ার হুমকির প্রেক্ষাপটেই তিনি সামরিক আইন ঘোষণা করেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, এই পদক্ষেপ মূলত ছিল তার অভ্যন্তরীন রাজনৈতিক সংকট থেকে নিজেকে বাঁচানোর প্রচেষ্টা।
ইউনের ক্ষমতাচ্যুতির পর এরই মধ্যে কয়েকজন রাজনীতিবিদ নির্বাচনে লড়ার আগ্রহ দেখিয়েছেন। সাবেক শ্রমমন্ত্রী কিম মুন-সু মঙ্গলবার পদত্যাগ করে প্রচার শুরু করেছেন। আর ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির সংসদ সদস্য আহন চেউল-সুও নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন।
তবে জরিপে এগিয়ে আছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে-মিয়াং। ২০২২ সালের নির্বাচনে খুব অল্প ব্যবধানে ইউনের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। সাম্প্রতিক গ্যালাপ জরিপে তার জনসমর্থনের হার ৩৪ শতাংশ।
দক্ষিণ কোরিয়া রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে এরই মধ্যে দেশটি নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।