আলজেরীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় মালির একটি সশস্ত্র নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করায় উত্তেজনা সৃষ্টি হয়।
Published : 08 Apr 2025, 04:59 PM
আলজেরিয়া ও মালি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র কূটনৈতিক সংকটে জড়িয়েছে, এর জেরে পরস্পরের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।
চলতি মাসের প্রথম দিন আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রাণালয় জানায়, সাহারা অঞ্চলের জনবসতি তিনজাওয়াতেনের কাছে সীমান্তবর্তী এলাকায় তাদের আকাশসীমা লঙ্ঘন করায় একটি সশস্ত্র নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করে আলজেরীয় সেনাবাহিনী।
কিন্তু ড্রোনটির মালিক প্রতিবেশী মালি দ্বিমত পোষণ করে দাবি করেছে, ড্রোনের ধ্বংসাবশেষ দুই দেশের যৌথ সীমান্ত থেকে মালির ৯ দশমিক ৫ কিলোমিটার ভেতরে পাওয়া গেছে।
আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রাণালয় সোমবার জানায়, রেডার চিত্রসহ ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্যে দেখা গেছে ড্রোনটি আলজেরিয়ার আকাশসীমার ১ দশমিক ৬ কিলোমিটার ভেতরে চলে এসেছিল। বারবার আলজেরিয়ার আকাশসীমা লঙ্ঘিত হতে থাকায় তারা মালির সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে।
জবাবে মালির পরিবহন ও অবকাঠামো মন্ত্রাণালয় এক ঘোষণায় জানায়, আলজেরিয়া ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় অটল থাকায়’ তারা তাদের আকাশসীমা আলজেরিয়ার সব ধরনের আকাশযানের জন্য বন্ধ করে দিয়েছে।
এমন অভিযোগ করলেও মালি নিজেদের দাবির পক্ষে কোনো উদাহরণ বা প্রমাণ দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।
এ ঘটনা নিয়ে পরামর্শ করার জন্য মালি ও তাদের দুই মিত্র দেশ বুরকিনা ফাসো ও নাইজার, আলজেরিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদের ডেকে নিয়েছে বলে রোববার দেশ তিনটি জানিয়েছে।
এর জবাবে সোমবার আলজেরিয়া পাল্টা পদক্ষেপে নিয়ে নাইজার ও মালি থেকে তাদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠায় এবং বুরকিনা ফাসোতে নতুন রাষ্ট্রদূতের দায়িত্বভার গ্রহণ স্থগিত করে।
এর প্রতিক্রিয়ায় সাহেল অঞ্চলের এই তিন দেশ এক যৌথ বিবৃতিতে আলজেরিয়ার ‘শাসকদের দায়িত্বজ্ঞানহীন আচরণের’ নিন্দা জানায়।