এ হামলায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকা বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন বলে রাশিয়া জানিয়েছে।
Published : 17 Aug 2024, 04:31 PM
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কুর্স্ক অঞ্চলের সেইম নদীর সেতু ধ্বংস করতে ইউক্রেইন পশ্চিমা ক্ষেপণাস্ত্র, সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি এইচআইএমএআরএস (হাইমরাস) ব্যবহার করেছে।
শুক্রবারের এ হামলায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকা বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন বলে রাশিয়া জানিয়েছে।
শুক্রবার রাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম অ্যাপে বলেছেন, “প্রথমবারের মতো কুস্র্ক অঞ্চলে পশ্চিমের তৈরি করা রকেট আঘাত হানালো। সম্ভবত আমেরিকান এইচআইএমএআরএস।
“এই হামলার ফলে গ্লুশকোভো জেলায় সেইম নদীর উপরের সেতুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করতে থাকা স্বেচ্ছাসেবকরা নিহত হয়েছেন।”
শুক্রবার ইউক্রেইনের সেনাবাহিনীর প্রধান অলেকজান্দ্রার সুরস্কি বলেছেন, কিইভের বাহিনী রাশিয়ায় অনুপ্রবেশ শুরু করার পর থেকে ১১ দিনের মাথায় কুস্র্ক অঞ্চলের কোনো কোনো এলাকায় ১ থেকে ৩ কিলোমিটারের মতো এগিয়ে গেছে।
কিইভ দাবি করেছে, ৬ অগাস্ট থেকে তাদের সেনারা কুর্স্ক অঞ্চলের ১১৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা ৮২টি বসতি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা যুদ্ধক্ষেত্রের বিষয়ে কোনো পক্ষের দাবি স্বতন্ত্রভাবে যাচাই করে দেখতে পারেনি।
রাশিয়ার ভূখণ্ডে প্রথম স্থল অভিযান চালাতে ইউক্রেইনকে উৎসাহিত করার জন্য ও সমর্থন দেওয়ার জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া। কিইভের ‘সন্ত্রাসী আক্রমণ’ যুদ্ধের ধারাকে পরিবর্তিত করতে পারবে না বলে মন্তব্য করেছে মস্কো।
যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেইনের যুদ্ধে জয়ী হতে দেবে না তারা। ওয়াশিংটন জানিয়েছে, তারা এখনও পর্যন্ত রাশিয়ায় ইউক্রেইনের বাহিনীর অনুপ্রবেশকে একটি সুরক্ষামূলক পদক্ষেপ বলে মনে আর এটিই সেখানে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রশস্ত্র ব্যবহারের ন্যায্যতা দেয়।
বিবিসি লিখেছে, দুই বছরেরও বেশি সময় আগে প্রতিবেশী দেশটিতে মস্কোর আগ্রাসন শুরু হওয়ার পর ইউক্রেইনের চলমান অভিযানই রাশিয়াই সবচেয়ে গভীর অনুপ্রবেশের ঘটনা, যা দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে।
আরও পড়ুন: