সম্ভবত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ইরান পাল্টা জবাব দেবে বলে আশঙ্কা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার।
Published : 01 Nov 2024, 02:23 PM
ইসরায়েলের হামলার জবাব দিতে ইরান প্রতিবেশী ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে পারে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওেসর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ইরানের পাল্টা হামলার শঙ্কা করছেন তারা।
রয়টার্স জানায়, ইরাক থেকে বিপুল সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে বলে ধারণা করছে তারা।
প্রতিবেদনে বলা হয়, কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর ইসরায়েল আরেকবার হামলা চালানোর সুযোগ পাক, সেটা এই মুহূর্তে তেহরান চাইছে না।
১ অক্টোবর ইরান ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল। ওই হামলার জবাব দিতে ২৬ অক্টোবর ভোররাতে ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের দাবি, তারা প্রায় ১০০ যুদ্ধবিমান ব্যবহার করে তেহরানের আশপাশে ও ইরানের পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশের সামরিক লক্ষ্যস্থলগুলোতে ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে।
গত রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বিমান হামলা ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎপাদনে ‘কঠিন আঘাত’ হেনেছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই বলেছিলেন, ইসরায়েলের হামলার জবাব দিতে ‘হাতে থাকা সব হাতিয়ারই’ কাজে লাগাবে তেহরান।