নেটো জোটে যোগ দেওয়া ফিনল্যান্ড রাশিয়ার সীমান্তবর্তী দেশ হওয়ায় তারা এ দুর্ভোগ পোহাবে বলে মনে করেন এক জ্যেষ্ঠ রুশ কূটনীতিক।
Published : 28 Dec 2023, 01:31 PM
রাশিয়া ও নেটো সামরিক জোটের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক।
ভিয়েনায় জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বৃহস্পতিবার একথা বলেছেন, জানিয়েছে বার্তা সংস্থা আরআইএ।
সদ্য নেটো জোটের সদস্য হওয়া ফিনল্যান্ড রাশিয়ার সীমান্তবর্তী দেশ হওয়ায় তারা এ দুর্ভোগ পোহাবে বলে মনে করেন তিনি।
কয়েক দশক ধরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার পর চলতি বছর নেটো জোটে যোগ দেয় ফিনল্যান্ড। এই পদক্ষেপ দেশটিকে তাদের শত্রুপক্ষে পরিণত করেছে বলে মত রাশিয়ার।
আরআইএ-কে দেওয়া সাক্ষাৎকারে উলিয়ানোভ বলেছেন, “তারা শান্তভাবে এবং শান্তিতে বসবাস করছিল, তারপর হঠাৎ করে ওই সামরিক জোটে যোগ দিয়ে রাশিয়া ও নেটোর মধ্যে এসে হাজির হয়েছে। খোদা না করুক, যদি কিছু উত্তেজনা দেখা দেয় তারাই প্রথম ক্ষতিগ্রস্ত হবে।”
ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি করেছে। এই চুক্তিতে রাশিয়ার সঙ্গে তাদের সীমান্তের কাছে মার্কিন সেনাদের অবস্থানের অনুমতি দিয়েছে দেশটি। এর প্রতিক্রিয়ায় চলতি মাসে ফিনল্যান্ডকে সতর্ক করেছে রাশিয়া।