ইউক্রেইনের প্রেসিডেন্ট শুক্রবার চুক্তি সই করতে ওয়াশিংটনে যাবেন বলে ট্রাম্প আশা প্রকাশ করলেও জেলেনস্কি বলছেন, তিনি এখনও চুক্তিতে নিরাপত্তার নিশ্চয়তা চান।
Published : 26 Feb 2025, 10:57 PM
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তির কাঠামো প্রস্তুত হয়েছে। তবে ইউক্রেইনের দাবি অনুযায়ী নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত বা মতৈক্য হয়নি।
ইউক্রেইনের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেইনের কিছু খনিজ সম্পদ ভাগাভাগি নিয়ে একটি চুক্তি হয়েছে। ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, সেই চুক্তি সই করতে এ সপ্তাহে জেলেনস্কি ওয়াশিংটনে যাবেন বলেই আশা করছেন তিনি।
কিন্তু জেলেনস্কি এর মধ্যেই কিইভে বুধবার বললেন, তিনি এখনও নিরাপত্তার নিশ্চয়তা চান। আর যে প্রাথমিক চুক্তিটি হয়েছে সেটি আদতে একটি কাঠামো বা খসড়া চুক্তি মাত্র।
জেলেনস্কি বলেন, “আমি চুক্তিতে ইউক্রেইনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে একটি বাক্য চাই। এরকম একটি বাক্য সেখানে থাকাটা জরুরি।”
খনিজ চুক্তিটি কেবল শুরু হয়েছে এবং এটি ‘অনেক বড় একটি সফলতা’ হতে পারে বলে উল্লেখ করেন জেলেনস্কি। তবে তিনি বলেন, এই সফলতা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার ওপর। আর সেই আলোচনায় তিনি তার দেশের জন্য নিরাপত্তার নিশ্চয়তা থাকার ওপরই জোর দেবেন।
এমন কোনও নিশ্চয়তা ছাড়া ইউক্রেইন সরকার খনিজ চুক্তি সই করবে না বলে বিবিসি-কে জানিয়েছেন ইউক্রেইনের প্রধানমন্ত্রী ডেনিস শাইমল।
খনিজ চুক্তিটি কখন সই হতে পারে এর কোনও নির্দিষ্ট সময় উল্লেখ করেননি জেলেনস্কি। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তার সঙ্গে মিলে চুক্তি সই করতে জেলেনস্কি শুক্রবারেই ওয়াশিংটনে আসতে পারেন বলে তিনি শুনেছেন।