যুক্তরাষ্ট্র-ইউক্রেইন খনিজ চুক্তির বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা করে চুক্তিটি চূড়ান্ত করা এবং তা সইও করতে পারেন দুই দেশের প্রেসিডেন্ট।
Published : 28 Feb 2025, 09:31 PM
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন সফরে গেছেন।
যুক্তরাষ্ট্র-ইউক্রেইন খনিজ চুক্তির বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা করে চুক্তিটি চূড়ান্ত করা এবং তা সইও করতে পারেন এই দুই নেতা।
এই চুক্তি হলে ইউক্রেইনের খনিজ সম্পদ পাবে যুক্তরাষ্ট্র। চুক্তির শর্তাবলী নিয়ে এরই মধ্যে ট্রাম্প ও জেলেনস্কির মতৈক্য হয়েছে। কিন্তু জেলেনস্কি ইউক্রেইনের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার জন্য চাপ দিচ্ছেন।
ট্রাম্প বলছেন, এ বিষয়টি ইউরোপের দেখা উচিত। ট্রাম্প ও জেলেনস্কি একে অপরকে নিয়ে পাল্টা বিরূপ মন্তব্য করার পর দুইজনের এই বৈঠক হচ্ছে।
ট্রাম্প রাশিয়ার তৈরি করা ভুল তথ্যের জগতে বাস করছেন বলে জেলেনস্কি মন্তেব্য করেছিলেন। আবার জেলেনস্কিকে স্বৈরশাসক বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্পও।
কিন্তু শুক্রবার সেই জেলেনস্কিকেই হোয়াইট হাউজে স্বাগত জানালেন তিনি। জেলেনস্কির প্রশংসায়ও হলেন পঞ্চমুখ। জেলেনস্কিকে ‘খুব সাহসী’ বলে অভিহিত করেন তিনি।
জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলার জন্য ক্ষমা চাইবেন কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কি একথা বলেছিলাম? বিশ্বাসই করতে পারছি না, আমি এমন কথা বলেছি।’
বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, “আমরা খুব ভাল একটি বৈঠক করতে চলেছি। আমরা সত্যিই ভাল করব। আমাদের মধ্যে অনেক সম্মান আছে। আমি তাকে (জেলেনস্কি) অনেক সম্মান করি।”
ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্প যেভাবে রাশিয়ার দিকে ঝুঁকছিলেন, তাতে আতঙ্কিত হয়ে পড়া ইউক্রেইন খনিজ চুক্তির মাধ্যমে ওয়াশিংটনকে আগের পথে ধরে রাখার চেষ্টা করছে।
চুক্তি হলে ইউক্রেইনকে তাদের খনিজ সম্পদ থেকে আয়ের কিছু অংশ যুক্তরাষ্ট্রকে দিতে হবে, অবশ্য এর বিনিময়েও তারা আটলান্টিকের ওপারের মিত্র দেশটির কাছ থেকে নিরাপত্তা সহায়তা লাভের গ্যারান্টি এখনও পায়নি।
ভবিষ্যতে রাশিয়ার যে কোনও আগ্রাসন প্রতিহতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি আদায়ে জেলেনস্কি এখন মরিয়া।