বেশ কয়েকটি জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে হ্যারিসের জয় হয়েছে বলে মত ভোটারদের।
Published : 13 Sep 2024, 12:46 PM
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ৫ নভেম্বরের ভোটের আগে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর নির্বাচনী বিতর্কে অংশ নেবেন না।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপে এগিয়ে থাকা এই দুই প্রার্থী মঙ্গলবার প্রথম নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছিলেন। তারপর বেশ কয়েকটি জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ওই বিতর্কে হ্যারিসের জয় হয়েছে বলে মত ভোটারদের।
এ পরিস্থিতিতে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “তৃতীয় কোনো বিতর্ক হবে না!”
হ্যারিসের সঙ্গে বিতর্কের আগে জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তখন বাইডেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। পরে তাকে পাল্টিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলীয় প্রার্থী করে ডেমোক্র্যাটরা।
হ্যারিসের বিরুদ্ধে নিজের পারফরম্যান্সকে ট্রাম্প গুরুত্ব দিলেও ওই বিতর্কের পর রয়টার্সের সঙ্গে কথা বলা ছয়জন রিপাবলিকান দাতা ও ট্রাম্পের তিনজন উপদেষ্টা জানিয়েছেন, তারা মনে করেন বিতর্কে হ্যারিস জয়ী হয়েছেন।
মার্কিন গণমাধ্যম দর্শক পরিমাপ সংস্থা নিলসেনের তথ্য অনুযায়ী, ছয় কোটি ৭১ লাখ টেলিভিশন দর্শক হ্যারিস ও ট্রাম্পের বিতর্ক দেখেছে।
ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পর এক নির্বাচনী সমাবেশে হ্যারিস বলেছেন, “ভোটারদের জন্য আমাদের মধ্যে আরেকটি বিতর্ক হওয়ার দরকার বলে আমি মনে করি।”
জনমত জরিপে বিতর্কে তিনি জিতেছেন বলে দেখিয়েছে, নিজের পোস্টে এমন দাবি করেছেন ট্রাম্প। কিন্তু বেশ কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, বেশিরভাগই মনে করছেন বিতর্কে হ্যারিস ভালো করেছেন।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের প্রকাশ করা জরিপে ফলাফলে দেখা গেছে, মঙ্গলবারের বিতর্ক কিছুটা হলেও শুনেছেন এমন ভোটারদের ৫৩ শতাংশ বলেছেন হ্যারিস জিতেছে আর ২৪ শতাংশ বলেছেন ট্রাম্প জয়ী হয়েছেন।
এই জরিপে উঠে এসেছে, ৫৪ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন ট্রাম্প ও হ্যারিসের মধ্যে অনুষ্ঠিত ওই একটি বিতর্কই যথেষ্ট, অপরদিকে ৪৬ শতাংশ আরেকটি বিতর্ক চান। বিতর্ক দেখেছেন এমন অধিকাংশ জনই বলেছেন, বিতর্কে হ্যারিস ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন।
আরও পড়ুন:
প্রথম বিতর্কে হ্যারিসের চাপে রক্ষণাত্মক অবস্থানে ট্রাম্প
'আমরা কুকুর বিড়াল খাই না', ট্রাম্পকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণা