তেহরান এ ধরনের কোনো ষড়যন্ত্রে জড়িত নয় দাবি করে তিনি দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Published : 10 Nov 2024, 11:36 AM
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কথিত হত্যার ষড়যন্ত্রের সঙ্গে তেহরানকে জড়িয়ে যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
তেহরান এ ধরনের কোনো ষড়যন্ত্রে জড়িত নয় দাবি করে আরাকচি দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে তিনি বলেন, “এখন… নতুন একটি দৃশ্যকল্প গড়ে তোলা হয়েছে… বাস্তবে নেই এমন একজনকে হত্যাকারী হিসেবে, থার্ড ক্লাস কমেডি তৈরি করার জন্য স্ক্রিপ্টরাইটারদের আনা হয়েছে।”
তিনি ওই কথিত অভিযোগের দিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন যেখানে ওয়াশিংটন বলেছে, ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের রেভল্যুশনারি গার্ড এক ব্যক্তিকে নির্দেশ দিয়েছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছেন। জানুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
আরাকচি বলেন, “আমেরিকার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। আর তাদের পছন্দমতো প্রেসিডেন্ট নির্বাচনের অধিকারকে ইরান শ্রদ্ধা করে। সামনে এগোনোর পথটিও একটি পছন্দের বিষয়। এটি শ্রদ্ধা দিয়ে শুরু হয়।
“ইরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছে না, এই নিয়ে আর কোনো কথা নেই। এটি ইসলামের শিক্ষা ও আমাদের নিরাপত্তা হিসাবনিকাশ ভিত্তিক একটি নীতি। উভয়পক্ষ থেকে আস্থা তৈরি করা দরকার। এটি একমুখি পথ না।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর আগে দাবি করেছেন, এই অভিযোগ ইসরায়েলের এবং বিদেশে থাকা ইরানের সরকারবিরোধীদের এক ‘ঘৃণ্য’ ষড়যন্ত্র, ‘আমেরিকা ও ইরানের মধ্যকার বিষয়গুলোকে জটিল করে তুলতে’ এমনটি করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ডনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফরহাদ শাকেরি। ৫১ বছর বয়সী এই ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
অভিযুক্ত শাকেরিকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তিনি বর্তমানে ইরানে আছেন বলে ধারণা করছে মার্কিন বিচার বিভাগ।
এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) গত ২০২৪ সালের ৭ অক্টোবর শাকেরিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করার দায়িত্ব দেয়।
তবে তিনি মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা তার ছিল না।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শাকেরিকে তেহরানের রেভল্যুশনারি গার্ডসের সদস্য বলে দাবি করেছে।
তারা জানিয়েছে, তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে আসেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়।
প্রসিকিউটররা জানিয়েছেন, শাকেরি পলাতক এবং তিনি ইরানেই আছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: