রিপাবলিকান নেতা মিচ মিকানল হাসপাতালে

ব্যক্তিগত সান্ধ্যভোজের আয়োজনে ওয়াশিংটনে একটি হোটেলে গিয়েছিলেন এই রিপাবলিকান নেতা। সেখানেই তিনি পড়ে যান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 05:16 PM
Updated : 9 March 2023, 05:16 PM

ওয়াশিংটনে একটি হোটেলে পিছলে পড়ে গিয়ে ব্যথা পাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে রিপালিকান নেতা মিচ মিকানল।

যুক্তরাষ্ট্রের সেনেটে রিপালিকানদের প্রধান মিকানল ব্যক্তিগত সান্ধ্যভোজের আয়োজনে ওই হোটেলে গিয়েছিলেন বলে জানান তার মুখপাত্র।

বলেন, ‘‘তিনি বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সান্ধ্যভোজ সারতে গিয়েছিলেন। সেখানে হঠাৎই পড়ে যান এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।”

মিকানল কোথায় চোট পেয়েছেন বা তার আঘাত কতটা গুরুতর সে বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি।

মিকানলের বয়স ৮১ বছর। ১৯৮৪ প্রথমবার তিনি সেনেটর নির্বাচিত হন।