কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের সঙ্গে রুশ জঙ্গি বিমানের সংঘর্ষ

রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের এই সংঘর্ষ হয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 06:24 PM
Updated : 14 March 2023, 06:24 PM

কৃষ্ণ সাগরের ওপরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের সঙ্গে রাশিয়ার একটি জঙ্গি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে চালক বিহীন বিমানটি (ড্রোন) ধ্বংস হয়ে সাগরে পড়েছে বলে জানিয়েছে আমেরিকান সেনাবাহিনী।

মঙ্গলবার রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের এই সংঘর্ষ হয়।

মার্কিন সেনাবাহিনী বলছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত মিশনে ছিল। দুটি রুশ জঙ্গি বিমান সেটিকে আটকানোর চেষ্টা করে।

মার্কিন সেনাবাহিনীর ইউরোপীয় কমান্ড বলেছে, রাশিয়ার ‘অপেশাদার’ কর্মকাণ্ডের ফলেই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনী ওই এলাকায় অভিযান অব্যাহত রাখবে।

সংঘর্ষের এই ঘটনার বিষয়ে রাশিয়ার কাছ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জেনারেল জেমস হেকার বলেছেন, “আমাদের এমকিউ-৯ ড্রোন আন্তর্জাতিক আকাশসীমায় থাকার সময় রাশিয়ার জঙ্গি বিমান এটিকে বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে এর সঙ্গে ধাক্কা খেয়েছে। ফলে সংঘর্ষে এমকিউ-৯ পুরোপুরি ভেঙে পড়েছে।”

এমকিউ-৯ রিপার ড্রোন বিশালাকার এক চালক বিহীন বিমান। আকাশে অনেক উচ্চতায় নজরদারির জন্য এই বিমান ব্যবহার করা হয়।