যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেইনে স্মারক নোট উন্মোচন

ওই নোটের একদিকে তিনজন সৈন্য ইউক্রেইনের পতাকা উঁচু করে ধরে আছেন, অন্যপাশে পিছমোড়া করে বাঁধা দুই হাত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2023, 04:06 PM
Updated : 23 Feb 2023, 04:06 PM

রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীতে যুদ্ধের স্মরণে নতুন স্মারক নোট উন্মোচন করেছে ইউক্রেইনের কেন্দ্রীয় ব্যাংক।

২০ রিভনিয়ার ওই নোটের একদিকে তিনজন সৈন্য ইউক্রেইনের জাতীয় পতাকা উঁচু করে ধরে আছেন, অন্যপাশে পিছমোড়া করে বাঁধা দুই হাত।

পিছমোড়া করে বাঁধা ওই দুই হাতের মাধ্যমে কিইভ ইউক্রেইনে রুশ বাহিনীর যুদ্ধাপরাধের কথা বলতে চাইছে। যদিও মস্কো ওই অভিযোগ অস্বীকার করেছে।

নতুন নোটের বিষয়ে ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেইন’র গভর্নর আন্দ্রিই পাইশনি বলেন, ‘‘যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে আমরা একটি স্মারক নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে ছোট এক টুকরো কাগজে পুরো এক বছরের আবেগ, নিদর্শন, বিষয়বস্তু এবং আইকনিক জিনিসগুলিকে তুলে ধরা হয়েছে।”

বৃহস্পতিবার কিইভে কেন্দ্রীয় ব্যাংকে স্মারক নোটটি উন্মোচন করা হয়।

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুদ্ধের মধ্যেই দেশের অর্থনীতিকে চলমান রাখতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে ইউক্রেইনের কেন্দ্রীয় ব্যাংককে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

গত গ্রীষ্মে মুদ্রা বাজারে ১ মার্কিন ডলারের বিপরীতে ৩৬ দশমিক ৫৭ রিভনিয়ার মূল্যমান বজায় ছিল। রিভনিয়ার পতন ঠেকাতে ইউক্রেইনের কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত ফরেইন এক্সচেঞ্জ মার্কেটে হস্তক্ষেপ করে গেছে।

এজন্য অবশ্য দেশটিকে তাদের পশ্চিমা অংশীদারদের ধন্যবাদ দিতে হবে। যারা ইউক্রেইনকে কোটি কোটি ডলার আর্থিক সহায়তা দিয়েছে।

নতুন স্মারক নোটের নকশা এবং সেটি পুরোপুরি প্রস্তুত করতে আট মাস সময় লেগেছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তিন লাখ নতুন নোট বাজারে ছাড়া হবে বলে জানান গভর্নর আন্দ্রিই পাইশনি।

Also Read: ইউক্রেইন যুদ্ধ: চীন কী প্রকাশ্যেই রাশিয়ার পক্ষ নিচ্ছে?

Also Read: ইউক্রেইন যুদ্ধের বর্ষপূর্তির আগে পারমাণবিক শক্তি বৃদ্ধির কথা বললেন পুতিন

বলেন, কেন্দ্রীয় ব্যাংক যুদ্ধের দৃশ্যমান প্রমাণ রাখতে আরো বেশকিছু স্মারক নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। ওইসব নোটে ইউক্রেইনের জয় এবং পুনর্নির্মাণের চিত্র তুলে ধরা হবে।

‘‘এই এক বছরের মধ্যে ইউক্রেনীয়রা তাদের শক্তি ও তাদের গুরুত্ব উপলব্দি করতে পেরেছে। বুঝতে পেরেছে, তাদের কেবল প্রতিরোধ করার ক্ষমতাই নয়, বরং যুদ্ধ জয়ের সক্ষমতাও আছে। একটি সামরিক অপরাধকেও ক্ষমা না করে, একটি বাড়িও ধ্বংস করার অপরাধকে ক্ষমা না করে জয়ী হওয়ার সক্ষমতা তারা উপলব্ধি করেছে।

‘‘অনেক বড় মূল্যের বিনিময়ে এই জয় পেতে হবে। কিন্তু এটা ঘটবে এবং এটা আমাদের হবে।”