মিস ইউনিভার্স নাইজেরিয়া খেতাব জয়ের পর শিদিম্মা এখন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করতে পারবেন।
Published : 01 Sep 2024, 09:46 PM
দক্ষিণ আফ্রিকার সুন্দরী প্রতিযোগিতায় জাতীয়তা নিয়ে বিতর্কে কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়া শিদিম্মা আদেতশিনা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিন্ন একটি দেশ নাইজেরিয়ায় সেরা সুন্দরীর মুকুট জয় করেছেন।
শনিবার মিস ইউনিভার্স নাইজেরিয়া হিসেবে শিদিম্মার নাম ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় ২৩ বছর বয়সী আইনের এই ছাত্রী বলেন, “এ মুকুট শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি একতারও ডাক।”
দক্ষিণ আফ্রিকার সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই গণমাধ্যমে সমালোচনার ঝড়ের মুখে ছিলেন এই সুন্দরী। মিস দক্ষিণ আফ্রিকা প্রতিযোগিতায় ফাইনালের প্রতিযোগী হওয়ার পর সমালোচনার ঝড় শুরু হলে তাকে মিস ইউনিভার্স নাইজেরিয়ায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
মিস দক্ষিণ আফ্রিকা প্রতিযোগিতায় শিদিম্মা সেদেশের নাগরিক হিসাবে অংশ নিলেও কিছু মানুষ তার এই প্রতিযোগিতায় সামিল হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল।
কারণ, দক্ষিণ আফ্রিকার নাগরিক হলেও শিদিম্মার বাবা একজন নাইজেরিয় এবং তার মা মোজাম্বিক বংশোদ্ভুত। বিতর্ক উঠেছিল এ কারণেই।
বিভিন্ন সাক্ষাৎকারে শিদিম্মা বলেছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে জন্মগ্রহণ করেছেন। এটি জোহানেসবার্গের কাছের একটি শহর এবং তিনি বড় হয়েছেন কেপ টাউনে।
শিদিম্মার কাহিনী শোনার পর মিস ইউনিভার্স নাইজেরিয়ার আয়োজকেরা তাকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান। নাইজেরিয়ার কর্তৃপক্ষ সে সময় বলেছে, “আপনি আপনার বাবার দেশের প্রতিনিধিত্ব করতে পারেন।”
এই প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জয়ের পর এখন শিদিম্মা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করতে পারবেন।
মিস ইউনিভার্স নাইজেরিয়া হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন শিদিম্মা। অনেকেই তার প্রশংসা করছেন। অনেকে তার জীবনের কাহিনীকে অনুপ্রেরণাদায়কও বলছেন।