খুনের প্রতিবেদন করার সময় যুক্তরাষ্ট্রে টেলিভিশন সাংবাদিককে হত্যা

এরপর বন্দুকধারী নিকটবর্তী একটি বাড়িতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে হত্যা ও তার মাকে আহত করে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2023, 10:57 AM
Updated : 23 Feb 2023, 10:57 AM

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের প্রতিবেদন করার সময় এক বন্দুকধারী গুলি করে এক টেলিভিশন সাংবাদিককে হত্যা ও আরেকজনকে আহত করেছে। এরপর সে নিকটবর্তী একটি বাড়িতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে হত্যা করার পর তার মাকে আহত করেছে।

বুধবার অঙ্গরাজ্যটির অরল্যান্ডোতে এসব ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  

অরেঞ্জ কাউন্টির শেরিফ জন মিনা জানিয়েছেন, অরল্যান্ডোর পাইন হিলস আবাসিক এলাকায় দুই ঘটনাস্থলের মধ্যে মাত্র একটি ব্লকের ব্যবধান। ঘটনা দুটির কিছুক্ষণের মধ্যেই এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়, তাকে কিথ মেলভিন মোজেস (১৯) বলে শনাক্ত করা হয়েছে।   

এই দুই ঘটনার কয়েক ঘণ্টা আগে বিশোর্ধ্ব এক নারী খুন হন। ওই দুই সাংবাদিক এ খুনের প্রতিবেদন করার সময়ই তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় বলে মিনা জানান।

ওই বিশোর্ধ্ব নারীকে খুনের ঘটনায় মোজেসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এবং তাকে পরবর্তী দুই ঘটনার একজন সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ওই দুই সাংবাদিকের মধ্যে একজন প্রতিবেদক ও অন্যজন আলোকচিত্রী এবং তারা ফ্লোরিডা ক্যাবল টেলিভিশনের আউটলেট স্পেকট্রাম নিউজ থারটিন এ কাজ করতেন।

নিহতদের কারও পরিচয় প্রকাশ করা হয়নি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

মিনা জানান, সন্দেহভাজনকে গ্রেপ্তার করার সময় তার কাছে একটি পিস্তল পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাসহ অপরাধের দীর্ঘ রেকর্ড আছে। 

বুধবারের এসব ঘটনার কোনোটিরই কোনো উদ্দেশ্য জানা যায়নি, তবে প্রথম ঘটনায় নিহত তরুণীর সঙ্গে মোজেসের জানাশোনা ছিল বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগে এই তরুণী সন্দেহভাজন বন্দুকধারী মোজেস ও আরেক ব্যক্তির সঙ্গে একটি গাড়িতে বসে ছিলেন।

শেরিফ জানান, ওই দুই সংবাদকর্মীকে সাংবাদিক হিসেবে লক্ষ্যস্থল করা হয়েছে কিনা তা তার জানা নেই, তবে সাধারণত গণমাধ্যমের গাড়িগুলোতে যে ধরনের চিহ্ন ও লোগো থাকে তাদের গাড়িতে সেসব ছিল না। গুলিবিদ্ধ হওয়ার সময় তারা গাড়ির ভেতরে অথবা কাছেই ছিলেন।

শেরিফ মিনা বলেন, “আমরা যতদূর জানতে পেরেছি, ওই দুই সাংবাদিকের সঙ্গে এবং ওই মা ও তার শিশু সন্তানের সঙ্গে সন্দেহভাজনের কোনো সম্পর্ক ছিল না আর সে কেনো তাদের বাড়িতে ঢুকেছিল তাও জানিনা আমরা।”

আহত ওই মা এবং সাংবাদিক, উভয়েই হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের দু’জনের অবস্থাই সঙ্কটজনক বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাব বলেছে, “সাংবাদিকতা বিপজ্জনক কাজ আর কাজ করার সময় অপরাধী ও অন্যরা যারা প্রতিবেদনের বিষয়, তারা যে সাংবাদিকদের প্রতি সহিংসত হয়ে উঠতে পারে শোচনীয় এই ঘটনা তা আরেকবার মনে করিয়ে দিল।”

সংগঠনটি মাঠে থাকা সব সাংবাদিককে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে ও নিরাপদে কাজ করার জন্য দ্বিগুণ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সাংবাদিক হতাহত হওয়ার এ ঘটনায় টুইটারে দেওয়া এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন-পিয়ের।