Published : 05 Aug 2023, 09:16 PM
প্রসবপরবর্তী বিষণ্ণতার চিকিৎসায় এই প্রথম মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিন্সিট্রেশন-এফডিএ।
এফডিএ জানায়, নতুন এই ওষুধের নাম ‘জুরানোলোন’। বিক্রি হবে ‘জারজুভি’ নামে। চিকিৎসকরা চিকিৎসাপত্রে প্রতিদিন একটি করে দুই সপ্তাহ এই ওষুধ সেবনের পরামর্শ দিতে পারবেন।
এফডিএ-র বরাত দিয়ে বিবিসি জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রসবপরবর্তী বিষণ্ণতার (পিপিডি) চিকিৎসায় শুধুমাত্র ইঞ্জেকশন ব্যবহার করা হয় ।
ওষুধ উৎপাদক কোম্পানি সেজ থেরাপিউটিক্স এবং বায়োজিন বলেছে, এ বছরের শেষ নাগাদ ওষুধটি বাজারে আসবে। এটির মূল্য এখনো ঠিক করা হয়নি।
বিষণ্ণতার অন্যান্য ধরণের মত পিপিডিতেও বিষাদ আক্রান্ত, দুর্বলতা, আত্মহত্যার প্রবণতা, কোনো কিছুতে আনন্দ খুঁজে না পাওয়া অথবা কিছু শিখতে না পারার মত উপসর্গ দেখা দেয়।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনে একজন নারী প্রসবপরবর্তী বিষণ্ণতায় ভোগেন।
এফডিএ এর সেন্টার ফর ড্রাগ ইভালুয়েশন অ্যান্ড রিসার্চ এর সাইকিয়াট্রি বিভাগের প্রধান টিফানি ফারচিওনি বলেন, “প্রসবপরবর্তী বিষণ্ণতা একটি গুরুতর সমস্যা এবং এটি নারীদের জীবননাশের সম্ভাব্য ঝুঁকিও তৈরি করে। আক্রান্ত নারীরা বিষাদ, অপরাধবোধ এবং হতাশায় ভোগেন। এমনকি গুরুতর ক্ষেত্রে তারা নিজেদের বা সন্তানের ক্ষতি করার চিন্তা পর্যন্ত করেন।
“এবং যেহেতু পিপিডি মা ও সন্তানের বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নেও এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।”
ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, মুখে খাওয়ার এই ওষুধ মাত্র তিন দিনে বিষণ্ণতার লক্ষণ উল্লেখযোগ্য হারে হ্রাস করতে পারে।
শেষ ওষুধটি খাওয়ার পর চার সপ্তাহ পর্যন্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে থেকে যায় বলেও জানায় এফডিএ।
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে, ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, ডায়রিয়া, ক্লান্তি, সাধারণ সর্দি এবং মূত্রনালীর সংক্রমণ।
ওষুধের মোড়কে এই ওষুধ সেবনকালে গাড়ি চালানোর মত মনসংযোগের কাজে সাময়িক অসুবিধা হওয়ার সতর্কবার্তা দেওয়া থাকবে বলেও জানানো হয়েছে।
এফডিএ পরামর্শ দিয়ে বলেছে, এই ওষুধ সেবনের অন্তত ১২ ঘণ্টার মধ্যে গাড়ি চালানো এবং ভারি মেশিন চালানোর মত কাজ করা যাবে না।