প্রায় দুই ডজন ভারতীয় রাশিয়ার হয়ে ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হয়।
Published : 09 Jul 2024, 05:43 PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত সব ভারতীয়কে ছেড়ে দিতে সম্মত হয়েছে রাশিয়া, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার মস্কো গেছেন মোদী। সেখানে পুতিনের সঙ্গে এক নৈশভোজে মোদী ইউক্রেইনে যুদ্ধরত রুশ বাহিনীর হয়ে ভারতীয়দের অংশগ্রহণের বিষয়টি তুলেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইউক্রেইনে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে অন্তত দুইজন ভারতীয় নিহত হন। আরও বহু ভারতীয় ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে আছেন। তাদের দাবি, প্রতারণার মাধ্যমে তাদের রাশিয়া নিয়ে যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে।
পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে মোদীর সম্মানে পুতিনের দেওয়া এক নৈশভোজে বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর তাদের বাহিনীতে কর্মরত সব ভারতীয়কে ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মত হয় রাশিয়া।
নৈশভোজ চলাকালে পুতিন মোদীকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং ভারতীয় অর্থনীতির ক্রমবর্ধমান অগ্রগতির প্রশংসা করেন।
প্রায় দুই ডজন ভারতীয় ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হয়। রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে যাওয়ার পর যুদ্ধে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
চলতি বছরের প্রথমদিকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর পোশাক পরা পাঞ্জাব ও হরিয়ানার কিছু লোক দাবি করছেন, তাদের প্রতারণামূলকভাবে ইউক্রেইনের যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে, তারা সেখানে থেকে বের হয়ে আসতে চান ও এ বিষয়ে ভারত সরকারের সহায়তা চান।
মার্চে ভারত সরকার জানিয়েছিল, তারা গুরুত্ব দিয়ে বিষয়টি গ্রহণ করেছে এবং ওই ভারতীয়দের অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য তারা রাশিয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে। যারা প্রতারণামূলকভাবে ওই হতভাগ্যদের রাশিয়া নিয়ে যুদ্ধে নামিয়ে দিয়েছে সেইসব এজেন্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে।
এরপর ভারতের তদন্তকারী সংস্থাগুলো ভারত থেকে রাশিয়ায় মানব পাচারের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি চক্রকে শনাক্ত করে আর অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করে।
অভিযান চলাকালে জানা যায়, কয়েকটি রিক্রুটিং এজেন্সি এর সঙ্গে জড়িত আর তারা অন্তত ৩৫ জন ভারতীয়কে রাশিয়ায় পাঠিয়েছে। তবে এদের সবাইকেই ইউক্রেইনে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন এক ভারতীয় কর্মকর্তা।
আরও পড়ুন:
‘বন্ধু’ পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে মোদী
দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেইন যুদ্ধে ভারতীয়রা
ইউক্রেইন যুদ্ধে লড়াইয়ের বিভীষিকাময় অভিজ্ঞতা শোনালেন দুই ভারতীয়