তিনদিন ধরে চলা এই অভিযানে ভারতের সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন হেলিকপ্টার, ড্রোনসহ সম্ভব সবকিছু নিয়ে শ্রমিকদের উদ্ধারে নামে।
Published : 03 Mar 2025, 06:06 PM
ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে চাপা পড়া কয়েকটি কনটেইনারের ভেতর থেকে কয়েক ডজন নির্মাণ শ্রমিককে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।
শ্রমিকরা ওই ধাতব কনটেইনারগুলোতেই থাকতেন; তুষারধসের পর সেগুলোর ভেতর আটকা পড়েন। পর্যাপ্ত অক্সিজেন থাকায় উদ্ধারকারীরা বের করে আনার আগ পর্যন্ত এই কনটেইনারগুলোই তাদের রক্ষাকর্তার ভূমিকা পালন করেছে, কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
শুক্রবারের তুষারধসে মানা গ্রামের কাছের একটি কনস্ট্রাকশন ক্যাম্পের যে ৫৪ শ্রমিক চাপা পড়েছিলেন, তাদের মধ্যে ৮ জন মারা যান।
শূন্যের কাছাকাছি তাপমাত্রার মধ্যে প্রায় ৬০ ঘণ্টার অভিযানে বাকি ৪৬ জনকে উদ্ধার করা হয়; উদ্ধার অভিযান রোববার সমাপ্ত ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি।
কনটেইনারের কারণে মহাসড়ক বিস্তৃত করার প্রকল্পে কাজ করা শ্রমিকদের সিংহভাগই ‘ধ্বংসাত্মক তুষারপাত সহ্য করতে পেরেছেন’, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন উদ্ধারকারীরা।
“এই ধাতব আশ্রয়কেন্দ্রগুলো তাদের বেশিরভাগকেই বাঁচিয়ে দিয়েছে। আমরা তাদের বের করে আনা পর্যন্ত সেখানে পর্যাপ্ত অক্সিজেন ছিল,” টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন উদ্ধারকাজে নিয়োজিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সংবাদ মাধ্যমটি জানায়, তুষারধসের ধাক্কায় আটটি ধাতব কনটেইনার ও একটি শেড পাহাড়ের নিচে ছিটকে পড়ে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি কঠিন পরিস্থিতিতে কাজ করায় উদ্ধারকারী দলকে ধন্যবাদ দিয়েছেন।
তিনদিন ধরে চলা এই অভিযানে ভারতের সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন হেলিকপ্টার, ড্রোনসহ সম্ভব সবকিছু নিয়ে শ্রমিকদের উদ্ধার অভিযানে নামে।
জীবিত উদ্ধার অনেক শ্রমিককে উত্তরাখণ্ডের জোশিমঠ ও ঋষিকেশ শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।