কয়েক ফুট তুষারের মধ্য দিয়ে উদ্ধারকারীদের হেঁটে যেতে দেখা গেছে।
Published : 02 Mar 2025, 09:50 AM
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে তুষারধসে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
বিবিসি লিখেছে, শুক্রবার তুষারধসে তিব্বতের সীমান্তবর্তী মানা গ্রামের সড়ক নির্মাণ শ্রমিকরা ভেসে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তুষার ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রায় ৫০ জনকে উদ্ধার করা হলেও আহত চারজন মারা গেছে। হিমালয়ের রাজ্যটিতে এখনও নিখোঁজ পাঁচজনের সন্ধানে হেলিকপ্টার টহল দিচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি ক্যাম্পে তুষারধসের পর উদ্ধারকারী দল ‘অব্যাহতভাবে ত্রাণ তৎপরতা’ চালাচ্ছে।
তিনি বলেন, সরকার ‘এই সংকটময় মুহূর্তে’ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা লোকজনকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন। কয়েক ফুট তুষারের মধ্য দিয়ে তাদের হেঁটে যেতে হচ্ছে।
মানার সাবেক গ্রাম কাউন্সিল সদস্য গৌরব কুনওয়ার বিবিসিকে বলেন, তুষারধসের ঘটনা যেখানে ঘটেছে, সেটি যাযাবরদের এলাকা; সেখানে কেউ স্থায়ীভাবে বসবাস করে না।
তিনি বলেন, “সীমান্তের রাস্তায় কাজ করা শ্রমিকরাই শীতকালে সেখানে থাকে।সেখানে কিছু সেনা মোতায়েন রয়েছে। শুনেছি দুদিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। তুষারধসের সময় রাস্তার কর্মীরা একটি ক্যাম্পে ছিলেন।”
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মিরে ভারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনার বিষয়ে শুক্রবারই সতর্ক করেছিল ভারতের আবহাওয়া বিভাগ।
হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মিরের বেশ কয়েকটি জেলায় তুষারপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।