অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে অস্ট্রেলিয়া-ভারত

অস্ট্রেলিয়া ও ভারত প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেছে- বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

রয়টার্স
Published : 10 March 2023, 02:02 PM
Updated : 10 March 2023, 02:02 PM

বৃহত্তর অর্থনৈতিক অংশীদারত্ব তরান্বিত করা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে একমত হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত।

ভারত সফররত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার নয়া দিল্লিতে একথা বলেছেন।

২০২২ সালে অস্ট্রেলিয়া ও ভারত ইকনোমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (ইসিটিএ) নামের একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তিটি ছিল এক দশকের মধ্যে উন্নত কোনও দেশের সঙ্গে ভারতের প্রথম চুক্তি।

যদিও এক দশকের বেশি সময় ধরে আরও বড় পরিসরের কম্প্রিহেনসিভ ইকনোমিক কোঅপারেশন এগ্রিমেন্ট (সিইসিএ) আলোচনার টেবিলেই আটকে আছে।

২০১১ সালে আলোচনা ফের শুরু হলেও ২০১৬ সালে অচলাবস্থার কারণে তা বাতিল করা হয়। ২০২১ সালে আবার আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত তা কোনও ফল বয়ে আনেনি।

তিন দিনের ভারত সফরে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ সাংবাদিকদের বলেছেন, “আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষী সিইসিএ চুক্তি নিয়েও যত দ্রুত সম্ভব আগেভাগেই সিদ্ধান্তে পৌঁছতে একমত হয়েছি। এবছরেই আমরা এটি চূড়ান্ত করতে পারব বলে আশা করছি।”

“এই রূপান্তরমূলক চুক্তি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে বাস্তব করে তুলবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং অস্ট্রেলিয়া ও ভারতের জনগণের জীবনমান উন্নত করবে।”

২০২১ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ২,৭৫০ কোটি ডলার। ভারত বলছে, ইসিটিএ চুক্তির আওতায় এ বাণিজ্য প্রায় দ্বিগুণ হয়ে ৫,০০০ কোটি ডলারে পৌঁছার সুযোগ রয়েছে।

কোয়াড গোষ্ঠীর মধ্য দিয়ে ভারত ও অস্ট্রেলিয়া নিরাপত্তা অংশীদার হয়েছে। এই কোয়াডে রয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানও।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া ও ভারত প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেছে।