জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পাকিস্তানি সেনারা হামলা চালায় বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর।
Published : 02 Apr 2025, 08:24 PM
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনাদের অনুপ্রবেশ চেষ্টার পর দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুই দেশের ‘ডি-ফ্যাক্টো’ সীমান্ত লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে ডয়েচে ভেলে।
এক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাদের টহল দেওয়ার সময় কৃষ্ণ ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
“এরপর পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা উসকানিতে গুলি চালায়,” বলেছে সূত্রটি।
ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, “পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভেতরে ঢুকে পড়েছিল।”
পরে ভারতীয় সেনাবাহিনী জানায়, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে আছে; নিয়ন্ত্রণ রেখায় কড়া নজর রাখা হচ্ছে।
পাকিস্তানি সেনারা গুলি চালানোর পর ভারতীয় সেনারাও উপযুক্ত জবাব দিয়েছে, বলেছে তারা।
এ প্রসঙ্গে পাকিস্তানি সেনাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ ঘটনায় হতাহতের কোনো খবর না দিলেও ইন্ডিয়া টুডে বলছে, ভারতীয় সেনাদের গুলিতে ৪-৫ অনুপ্রবেশকারী নিহত হয়েছে।
ফেইসবুকে একাধিক পাকিস্তানি পেইজে পুঞ্চ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের ওপর ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার দাবিসম্বলিত ভিডিও পোস্ট করা হয়েছে। ওই হামলায় ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে বলেও দাবি করছে তারা।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করার পর থেকে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা খুব একটা ঘটেনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেখানে নতুন উত্তেজনা দেখা যাচ্ছে।
ফেব্রুয়ারিতে নিয়ন্ত্রণ রেখায় একটি স্বয়ংক্রিয় বিস্ফোরকের বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত ও একজন আহত হন। তার আগে কুপওয়ারা জেলার কারনা এলাকায় তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া গত ৪ ও ৫ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কৃষ্ণ ঘাঁটি সেক্টর হয়ে পুঞ্চে অনুপ্রবেশের চেষ্টা করেছিল সাত পাকিস্তানি। ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিও চালায় তারা। তবে দু'পক্ষের বন্দুকযুদ্ধে পাকিস্তানের সাতজনই নিহত হয়, বলছে আনন্দবাজার।