মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে শুরু করে পানামার পশ্চিমাঞ্চল পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিশাল এলাকাজুড়ে বৃষ্টি হচ্ছে।
Published : 18 Jun 2024, 10:32 AM
মধ্য আমেরিকার প্রশান্ত মহাসাগর উপকূলজুড়ে কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টির মধ্যে এল সালভাদরে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, আরও প্রায় ৯০০ মানুষ অস্থায়ী কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়ে আছেন।
বেসামরিক সুরক্ষার প্রধান লুইস আমাইয়া জানান, মৃতদের মধ্যে শিশুও আছে। ভূমিধসে অথবা রাস্তায় গাছ পড়ে তাদের মৃত্যু হয়েছে।
এক সংবাদ সম্মেলনে জনগণের উদ্দেশে তিনি বলেন, “যদি আপনাদের বাড়ি ছেড়ে সরে যেতে বলা হয়, তাহলে তাই করুন। যদি কোনো ঢালু এলাকায় বসবাস করেন, তাহলে (এ সময়) নিরাপদ এলাকায় চলে যান। সবচেয়ে আগে দরকার নিজেকে বাঁচানো।”
রয়টার্স জানিয়েছে, শনিবার থেকে মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে শুরু করে পানামার পশ্চিমাঞ্চল পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিশাল এলাকাজুড়ে বৃষ্টি হচ্ছে। পুরো সপ্তাহজুড়েই আরও বৃষ্টি হবে বলে আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। মেক্সিকো উপসাগরে একটি ঝড়েরও উৎপত্তি হতে পারে আর তাতে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করা হয়েছে।
এল সালভাদরের প্রতিবেশী হন্ডুরাসের দক্ষিণাঞ্চলীয় ভ্যালে বিভাগে ভারি বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি ও বন্যায় দেশটির পাঁচ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ এদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেছে।
পানামার দক্ষিণাঞ্চলেও সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে সেখান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর হয়নি।
সামাজিক মাধ্যমে ওই অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, ডুবে যাওয়া রাস্তাগুলোর ওপর দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে আছে, পরিবার ও তাদের পোষা প্রাণীগুলোকে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে আর জরুরি বিভাগের কর্মীরা রাতে রাস্তা পরিষ্কারের জন্য কাজ করছেন।
এবার একই সঙ্গে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর তাদের হারিকেন ঋতুতে প্রবেশ করেছে। এর মধ্যে লা নিনা আবহাওয়া ধরন ও সাগরের পানির উষ্ণতার কারণে আটলান্টিকের দিক থেকে বেশি ঝড়বৃষ্টি আসতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।