রুশ তেল ইস্যুতে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স
Published : 17 May 2023, 05:52 PM
Updated : 17 May 2023, 05:52 PM

রাশিয়া থেকে অশোধিত তেল এনে তা পরিশোধনের পর ইউরোপের বাজারে বিক্রি করার ভারতের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল।

ভারত গতবছর রাশিয়ার তেলের শীর্ষ ক্রেতা দেশ ছিল। ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর আরোপ থাকা পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েক মাস ধরে রাশিয়া থেকে বিপুল অপরিশোধিত তেল কিনছে ভারত।

কম দামে রাশিয়ার অশোধিত তেল পাওয়ায় ভারত এর সরবরাহ বৃদ্ধি করে শোধনাগারে শোধন করে লাভবান হচ্ছে। পরিশোধিত তেল পুরোটাই তারা ইউরোপের বাজারে রপ্তানির সুযোগ পাচ্ছে। এতে বাজারে তাদের শেয়ার অনেক বেশি।

‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ ইইউ কূটনীতিক বোরেল বলেন, “রাশিয়ার অপরিশোধিত তেল থেকে ভারত ডিজেল অথবা গ্যাসোলিন তৈরি করে ইউরোপে পাঠালে সেটি অবশ্যই নিষেধাজ্ঞা এড়ানো। সদস্যদেশগুলোকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, “রাশিয়া থেকে ভারত তেল কেনে সেটি স্বাভাবিক বিষয়। কিন্তু যদি এই সুযোগকে কাজে লাগিয়ে তারা রাশিয়ার তেল পরিশোধন করে তা থেকে বাই-প্রোডাক্টগুলো আমাদের কাছে বিক্রি করে… আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।”