দেশটির এক কারাগারের ছোট একটি অপরাধী দল তার নেতৃত্বে এটি আন্তর্জাতিক অপরাধী চক্রে পরিণত হয়।
Published : 02 Jul 2024, 04:50 PM
কলম্বিয়ার পুলিশ ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাধী চক্র ত্রেন দে আরাগুয়ার অন্যতম একজন প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করেছে।
ল্যারি আমাউরি আলভারেজ নুনেজ, যিনি "ল্যারি চাঙ্গা" নামেও পরিচিত, কলম্বিয়ার কিন্দিও প্রদেশের একটি গ্রামীণ এলাকা থেকে ধরা পড়েন।
কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ল্যারি চাঙ্গাকে (৪৬) সন্ত্রাসবাদ, অস্ত্র চোরাচালান, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে তারা নিজ ভেনেজুয়েলা ও একইসঙ্গে চিলিতে খোঁজা হচ্ছিল। চাঙ্গা ভেনেজুয়েলার আরাগুয়া রাজ্যের বাসিন্দা।
ত্রেন দে আরাগুয়া অপরাধী গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা তিনি। তার নেতৃত্বে আরাগুয়ার তোকোরন কারাগারের একটি অপরাধী দল থেকে থেকে বেড়ে ওঠে এটি আন্তর্জাতিক অপরাধী চক্রে পরিণত হয়। ওই কারাগারে ত্রেন দে আরাগুয়ার সহ-প্রতিষ্ঠাতা এক্তর গেরেরো ফ্লোরেস ও চাঙ্গা খুনের অপরাধে জেল খাটছিলেন।
২০১৫ সালে চাঙ্গা তোকোরন কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
তারপর থেকে এই গোষ্ঠীটির তৎপরতা বাড়তে থাকে আর গত কয়েক বছরে এর প্রভাব ভেনিজুয়েলা থেকে দক্ষিণে সুদূর চিলি ও বহু উত্তরে যুক্তরাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে পড়ে।
কারাগার থেকে পালিয়ে যাওয়ার তিন বছর পর চাঙ্গা আবার চিলিতে হাজির হন। তদন্তকারী কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, চাঙ্গা চিলিতে তার অপরাধী গোষ্ঠীর জন্য অর্থ পাচার চক্র স্থাপন করেন।
ভেনেজুয়েলা থেকে লাতিন আমেরিকার অন্যান্য দেশে লাখ লাখ অভিবাসীর আগমনের সুযোগ নিয়ে ত্রেন দে আরাগুয়া তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। এরা অভিবাসীদের কাছ থেকে চাঁদাবাজি, যৌন কর্মে নিয়োগের উদ্দেশ্যে নারী পাচার, অর্থের বিনিময়ে হত্যা ও অপহরণের সাথে জড়িত।
২০২২ সালে চাঙ্গা চিলি থেকে পালিয়ে যায় বলে ধারণা। তারপর থেকে তিনি কলম্বিয়ার ছিলেন কিনা তা পরিষ্কার হয়নি।
কলম্বিয়ার পুলিশ তাকে দেশটির কফি অঞ্চলের ছোট শহর সিরকাসিয়া থেকে আটক করতে সক্ষম হয়। তবে কীভাবে তার অবস্থান জানা গেছে ও তাকে গ্রেপ্তার করা হয়েছে কর্মকর্তারা সে বিষয়ে বিস্তারিত জানাননি। শুধু জানা গেছে তাকে কলম্বিয়ার রাজধানী বোগোতায় নিয়ে যাওয়া হচ্ছে।
গত বছর তোকোরন কারাগার থেকে পালানো ত্রেন দে আরাগুয়ার সহ-প্রতিষ্ঠাতা এক্তর গেরেরো ফ্লোরেস এখনও পালিয়ে রয়েছেন। চাঙ্গা গ্রেপ্তার হওয়ায় ফ্লোরেসও ধরা পড়বেন বলে আশা করছে ওই অঞ্চলের পুলিশ বাহিনীগুলো।