গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাসের হামলার প্রেক্ষাপটে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।
Published : 21 May 2024, 11:23 PM
অধিকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে মঙ্গলবার সকালে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক চিকিৎসকসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯ জন। এদের দুইজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় একথা জানিয়েছে।
জেনিনের সরকারি একটি হাসপাতালের ওই চিকিৎসক কাজে যাওয়ার সময় পথে গুলিবিদ্ধ হন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, সাইকেলে চড়ার সময় এক কিশোরও নিহত হয়েছে।
বিবিসি জানায়, ইসরায়েলের সেনাবাহিনী এই নিহতের ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগে তারা জেনিনে সন্ত্রাস-বিরোধী অভিযান শুরুর ঘোষণা দেয়। এ অভিযানে বন্দুকধারীদের হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে।
গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রেক্ষাপটে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।
জাতিসংঘের হিসাবে, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে সংঘাতে সশস্ত্র গোষ্ঠীর সদস্য, হামলাকারী এবং সাধারণ মানুষ মিলিয়ে অন্তত ৪৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এছাড়া, পশ্চিম তীরে ইসরায়েলের ৬ নিরাপত্তা কর্মকর্তাসহ আরও ১০ ইসরায়েলিও নিহত হয়েছে।