Published : 03 May 2025, 06:14 PM
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় পেতে অন্য যে কোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রই বেশি অবদান রেখেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন দাবীকে ‘অর্থহীন অতিরঞ্জন’ বলে অভিহিত করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
বৃহস্পতিবার রাতে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একে পোস্টে বলেন, “উভয় বিশ্বযুদ্ধে শক্তি, সাহস ও সামরিক প্রতিভার দিক থেকে কেউই আমাদের কাছাকাছি ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের ক্ষেত্রে অন্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি কিছু করেছি।”
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ ইউক্রেইন যুদ্ধের শুরুর সময় থেকে মস্কোর অন্যতম পশ্চিমাবিরোধী চাঁছাছোলা আক্রমণকারীতে পরিণত হয়েছেন। তিনি এক বিবৃতিতে ট্রাম্পের ওই দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
শনিবার ভিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, “ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় পেতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অবদান রেখেছে আর তিনি ৮ মে-কে একটি বিশেষ ছুটির দিন হিসেবে চালু করবেন। একটি ছুটির দিন খারাপ কিছু না কিন্তু তার প্রথম প্রথম বিবৃতিটি অর্থহীন অতিরঞ্জন।
“অভিশপ্ত ফ্যাসিবাদ ধ্বংসের জন্য আমাদের জনগণ তাদের ২ কোটি ৭০ লাখ পুত্র ও কন্যার জীবন উৎসর্গ করেছে। অতএব, বিজয় দিনটি আমাদের আর সেটি ৯ মে! এটি তাই ছিল, তাই আছে আর সবসময় তাই থাকবে!”
মস্কো ও ওয়াশিংটন যখন তাদের ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করতে চাইছে আর ইউক্রেইন যুদ্ধ অবসানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করছে তখন মেদভেদেভে এ বিবৃতিতে দিলেন।