Published : 22 Oct 2017, 06:58 AM
তোমার উন্নয়নের তেষ্টায়-
ঢাকায়, হচ্ছে যত অনাসৃষ্টি;
মোরা বুঝে গেছি-
সবটাতে নাই- তোমার সদয় দৃষ্টি-
ওহে 'মিষ্টি' বৃষ্টি!
#ফিলিংঃ ঢাকায় কেন থাকি!
গতকাল সন্ধ্যায় (২০/১০/২০১৭) ঢাকার মিরপুর-১০ গোলচত্বর থেকে শেওড়াপাড়া আসার সময় ধারণ করা হয়েছে ভিডিওটা।
২১/১০/২০১৭