বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরদের সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেছেন, নেতৃত্বে এখনও তিনিই আছেন, আর নেতা-কর্মীদের অধিকাংশই রয়েছেন তার সঙ্গে। আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নুরদের পক্ষ থেকে জানানোর প্রতিক্রিয়ায় রেজা কিবরিয়ার এই বক্তব্য এসেছে।