মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদ একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বাবা আদম নামে এক ব্যক্তি মধ্যপ্রাচ্য থেকে এই অঞ্চলে এসেছিলেন ইসলাম প্রচার করতে। তার স্মরণে সুলতান জালালুদ্দিন ফতেহ শাহের শাসনামলে মালিক কাফুর মসজিদটি নির্মাণ করেন।
Published : 04 Mar 2025, 09:47 PM