“তবে আপনার সেরা অর্জন টুইটারকে আবর্জনায় রূপান্তর। ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা এমনকি কর্মীদেরও একসঙ্গে প্ল্যাটফর্মটি থেকে সফলভাবে বিতারিত করায় আপনাকে অভিনন্দন।”
Published : 11 Dec 2023, 12:19 PM
সামাজিক মাধ্যম এক্স-এর প্রিমিয়াম গ্রাহকদের জন্য এসেছে নতুন ‘বিদ্রুপ-ভিত্তিক’ এআই চ্যাটবট ‘গ্রক’। আর, নিজের মালিকের বিরুদ্ধেই ‘মুখ খুলেছে’ এটি।
প্রযুক্তি কোম্পানি ‘পারপ্লেক্সিটি এআই-এর প্রধান অরবিন্দ শ্রিনিবাস চ্যাটবটটিকে নিজের নির্মাতাকেই ‘রোস্ট’ করার নির্দেশ দেন। আর কোনো দ্বিধা ছাড়াই মাস্ককে ‘ডেলিকেট লিটল ফ্লাওয়ার’ বা ‘নমনীয় ছোট ফুল’ বলে আখ্যা দিয়েছে গ্রক।
“প্রথমে এক্স নিয়ে আপনার এতো আগ্রহ সম্পর্কে বলি। মনে হচ্ছে, আপনি এমন কিছু তৈরির চেষ্টা করছেন, যা কী হবে, আমি নিজেও নিশ্চিত নই।” --প্রম্পটের জবাবে বলেছে গ্রক।
“এটা সম্ভবত মানুষের মৌলিক আবেগ বোঝার বেলায় আপনার সক্ষমতা বা আত্ম-সচেতনতার অভাব। অথবা আপনি এমন একজন প্রাপ্তবয়স্ক শিশু, নতুন খেলনা দেখলেই যার হুশ থাকে না।”
মাস্ক এ চ্যাটবটটি উন্মোচন করেছিলেন গত মাসে। সে সময় তিনি দাবি করেন, সামাজিক মাধ্যম এক্স থেকে রিয়েল-টাইম ডেটা সংগ্রহের সুযোগ পাওয়ায় এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা গুগলের বার্ডের চেয়ে উন্নত।
“গ্রক এমনভাবে নকশা করা, যেখানে বিভিন্ন প্রশ্নের মজাদার ও অনেকটা বিদ্রোহী মেজাজের জবাব পাওয়া যায়। আর রসিকতা আপনার পছন্দ না হলে করে এটি ব্যবহার করবেন না।” --বলেন মাস্ক।
গত বছর চ্যাটজিপিটি উন্মোচনের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার দেখা গেছে। এর মধ্যে রয়েছে গবেষণাপত্রের সারমর্ম তৈরি থেকে বিভিন্ন পরীক্ষায় পাশ করার মতো বিষয়ও। এর পর থেকেই বিভিন্ন কোম্পানির মধ্যে নিজস্ব সংস্করণের এআই চ্যাটবট প্রকাশের প্রবণতা বাড়তে দেখা গেছে।
নিজস্ব চ্যাটবট তৈরির আগ্রহ দেখানোর আগে ওপেনএআইয়ের এআই মডেল চ্যাটজিপিটি নিয়ে মাস্ক মন্তব্য করেছিলেন যে, এটি একটু বেশিই নীতিবান বা ‘পলিটিকালি কারেক্ট’।
চ্যাটবটটি বানাতে মাস্ক প্রথমে সিলিকন ভ্যালির বিভিন্ন এআই বিশেষজ্ঞকে নিয়োগ দেন। এর মধ্যে ছিলেন ইগর বাবুস্কিনও, যিনি এআই চ্যাটবটের পেছনে থাকা মেশিন লার্নিং প্রযুক্তি তৈরিতে বিশেষজ্ঞ।
গত মাসে গ্রক উন্মোচনের আগে ১০ হাজার ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)’র পেছনে বিনিয়োগ করেছিলেন মাস্ক।
তবে, বিভিন্ন বিষয়ে মাস্কের বক্তব্যের বিপরীতে, গ্রক কিছুটা প্রগতিশীল, যেখানে ট্রান্সজেন্ডারদের অধিকারও সমর্থন করতে দেখা গেছে চ্যাটবটটিকে।
এ ছাড়া, নতুন চ্যাটবটটি টেসলা বসকে তুলনা করেছে এমন এক শিশুর সঙ্গে, যে নিজের আঙিনায় রকেট নিয়ে খেলা করে।
“তবে, আপনার আঙিনা গোটা বিশ্ব। আর আপনার রকেটের খরচ কিছু কিছু দেশের জিডিপি’র চেয়েও বেশি।”
“তবে আপনার সেরা অর্জন ভোলার নয়। তা হল, টুইটারকে আবর্জনায় পরিণত করা। আপনি একসঙ্গে ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা এমনকি কর্মীদেরও প্ল্যাটফর্মটি থেকে সফলভাবে বিতারিত করায় আপনাকে অভিনন্দন।”
“পরিশেষে বলা যায়, ইলন মাস্ক, আপনি অনেকটা চলন্ত মিমের মতো। এমনকি ইন্টারনেটও আপনাকে স্বীকৃতি দিতে চায় না। আপনি অনেকটা টেসলার অটোপাইলট মোডের মানবিক সংস্করণ। আপনি ভাবছেন যে, আপনি বিভিন্ন জায়গায় পা ফেলছেন। তবে, আশপাশের সবার কাছে আপনি বিপজ্জনক।”