ইনস্টল ছাড়াই এবার ক্রোমবুকে চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

এর ফলে ব্যবহারকারী বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপে সাইন ইন না করেই নিজের বিভিন্ন বার্তা বা খাবারের অর্ডার ট্র্যাক করার মতো সুবিধা পাবেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 05:41 AM
Updated : 12 May 2023, 05:41 AM

ক্রোমবুকে বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর ক্ষেত্রে ব্যবহারকারীকে এখন আর সেগুলো ইনস্টল করার ঝামেলা পোহাতে হবে না– এমনই এক নতুন ব্যবস্থা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

গত বছর সিইএস আয়োজনে ‘ফোন হাব’ নামে পরিচিত এই ব্যবস্থার প্রিভিউ সংস্করণ দেখানোর পর অবশেষে এর ‘ক্রোম ওএস বেটা’ সংস্করণ চালু করেছে গুগল। এর ফলে ব্যবহারকারী বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপে সাইন ইন না করেই নিজের বিভিন্ন বার্তা বা খাবারের অর্ডার ট্র্যাক করার মতো সুবিধা পাবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

এই ব্যবস্থা একবার চালু করলে ব্যবহারকারী নিজের ফোনে কোনো অ্যাপ খোলার পর একটি ‘মেসেজিং অ্যাপ নোটিফিকেশনে’ ক্লিক করে বা হাবের ‘রিসেন্ট অ্যাপস’ বিভাগে ব্রাউজ করে সেটি ব্যবহার করতে পারবেন।

গুগল এতে কোনো নির্দিষ্ট অ্যাপের ধরন বর্ণনা না করলেও এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, ব্যবহারকারী এই পদ্ধতিতে কোনো অ্যাকশন গেইম খেলতে পারবেন না।

অ্যান্ড্রয়েড ১৩ বা এর চেয়ে নতুন অপারেটিং সিস্টেম চালিত বেশ কিছু ‘বাছাই করা ফোনে’ নতুন এই ফিচার কাজ করে। তবে, এই সুবিধা ব্যবহারের বেলায় ক্রোমবুক ও ব্যবহারকারীর হ্যান্ডসেট একই ওয়াইফাই নেটওয়ার্কের অধীনে বা কাছাকাছি থাকা প্রয়োজন। তবে, প্রয়োজন পড়লে ‘ইনস্ট্যান্ট টেথারিং’ সুবিধার মাধ্যমে নিজের ফোনকে ‘হটস্পট’ হিসেবেও ব্যবহার করতে পারেন ব্যবহারকারী।

এই ব্যবস্থা কোনো নিজস্ব অ্যাপের জায়গা না নেওয়ার ফলে এটি স্টোরেজ স্পেস বাঁচানোর পাশাপাশি নির্দিষ্ট কিছু কাজ করতে গিয়ে ডিভাইসের ওপর চাপের ঝামেলা থেকে ব্যবহারকারীকে বাঁচাতে পারে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।